বোনো

পল ডেভিড হিউসন (জন্মঃ মে ১০, ১৯৬০) যিনি তার স্টেজ নাম বোনো নামেই বেশি পরিচিত; একজন আইরিশ গায়ক, গীতিকার, সুরকার, ভেঞ্চার পুঁজিবাদী, ব্যবসায়ী।[2] তিনি সবচেয়ে বেশি পরিচিত আয়ারল্যান্ডের ডাবলিন ভিত্তিক রক ব্যান্ড দল ইউটু-এর প্রধান ভোকাল হিসেবে। বোনো আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন ও বেড়ে উঠেন এবং মাউন্ট টেম্পল কম্প্রিহেনসিভ স্কুলে পড়ালেখা করেন। সেখানেই তার তার ভবিষ্যত স্ত্রী এলিসন স্টুয়ার্টে ও ইউটু এর ভবিষ্যত সদস্যদের সাথে পরিচয় ঘটে।[3][4][5] ইউটু এর প্রায় সকল গানই বোনো লিখে থাকেন। গান লেখার সময় তিনি সাধারণত ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক দিক বিবেচনা করে গান লেখেন।[6][7] শুরুর দিকের গানগুলোতে অনেকটা বিদ্রোহ ও আধ্যাত্মিকতা ছিল[6] এবং ইউটু-এর বয়স বাড়ার সাথে সাথে গানের ধরন পাল্টে যায়।[4][6]

বোনো
২০১৪-এ বোনো
প্রাথমিক তথ্য
জন্ম নামপল ডেভিড হিউসন
আরো যে নামে
পরিচিত
বোনো, বোনো ভক্স
জন্ম (1960-05-10) ১০ মে ১৯৬০
ডাবলিন, আয়ারল্যান্ড
উদ্ভবফিংলাস,[1] County Dublin, Ireland
ধরনরক, পোস্ট-পাঙ্ক, অল্টারনেটিভ রক
পেশাগায়ক, গীতিকার, সুরকার, ভেঞ্চার পুঁজিবাদী, ব্যবসায়ী
বাদ্যযন্ত্রসমূহভোকাল, গিটার, হারমোনি, কিবোর্ড
কার্যকাল১৯৭৬-বর্তমান
সহযোগী শিল্পীইউটু, প্যাসেঞ্জার
ওয়েবসাইটu2.com

নিজের ব্যান্ডের বাইরে বোনো আরো অনেক বিখ্যাত সংগীত শিল্পীদের সাথে বিভিন্ন কাজ করেছেন।[8][9][10][11] একই সাথে তিনি বেশ কয়েকটি কোম্পানিও পরিচালনা করেন; এগুলো ছাড়াও বোনো আফ্রিকা নিয়ে কাজ করার জন্যও পরিচিত; আফ্রিকা নিয়ে কাজ করার সময় তিনি প্রতিষ্ঠা করেছেন ডাটা, ইডান, দ্য ওয়ান ক্যাম্পেইন ও প্রোডাক্ট রেড। তিনি পৃথিবীর কয়েকটি দেশে বিভিন্ন চ্যারেটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ও বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবীদের সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়াও ইউটু-এর সাথে সম্পৃক্ততা নিয়ে প্রশংসিত ও সমালোচিত হয়েছেন বিভিন্ন সময়।[12]

বিভিন্ন পুরস্কারে সাথে সাথে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক যুক্তরাজ্যের সম্মানজনক নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন তার সংগীতাঙ্গনে ও মানবিক কাজে অবদানের জন্য। বিল ও ম্যালিন্ডা ফাউন্ডেশন তাকে ২০০৫ সালেটাইম পার্সন অব দ্য ইয়ার নির্বাচন করে।[12][13][14]

তথ্যসূত্র

পাদটীকা
  1. "It's where I shaped my future, says Bono"। Herald.ie। ১২ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৩
  2. "Bono: A Global Rock Star and Activist."Oprah.com। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪
  3. "Billboard.biz"Billboard। ১৮ মে ২০১২। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪
  4. Mellgren, D. (24 February 2006). Bono Among Nobel Peace Prize Nominees. Associated Press. Retrieved 14 January 2007, from Bono Among Nobel Peace Prize Nominees.
গ্রন্থপঞ্জি
  • Assayas, Michka; Bono (২০০৫)। Bono in Conversation with Michka Assayas। New York City: Riverhead Booksআইএসবিএন 1-57322-309-3।
  • Matthews, Sheelagh (২০০৮)। Bono। Remarkable People। New York City: Weigl Publishersআইএসবিএন 978-1-59036-638-7।
  • Stockman, Steve (২০০১)। Walk On: The Spiritual Journey of U2Lake Mary: Relevant Books। আইএসবিএন 978-0-88419-793-5।
  • Vagacs, Robert (২০০৫)। Religious Nuts, Political Fanatics: U2 in Theological Perspective। Cascade Books। আইএসবিএন 1-59752-336-4।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.