অর্পিতা সিং
অর্পিতা সিং (১৯৩৭ - ) একজন ভারতীয় চিত্রশিল্পী। তিনি পশ্চিম বঙ্গের বড় নগরে জন্মগ্রহণ করেন এবং দিল্লী পলিটেকনিকের আর্ট স্কুলে অধ্যয়ন করেন। পরবর্তীকালে নয়া দিল্লী ও কলকাতার উইভার্স সার্ভিস সেন্টারে ডিজাইনার হিসেবে কাজ করেন। ১৯৭২ সালে তার প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তারপর থেকে তিনি প্রচুর প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে
- নয়া দিল্লী ট্রিয়েনালে (১৯৭৫, ১৯৮২)
- রয়াল একাডেমী, লন্ডন (১৯৮২)
- ইন্ডো-গ্রিক সাংস্কৃতিক প্রদর্শনী, গ্রিস (১৯৮৪)
- বেলগ্রেড এবং আংকারা (১৯৮৫)
- ফেস্টিভাল অফ ইন্ডিয়া, ফ্রান্স (১৯৮৬)
- হাভানা বিয়েনালে, কিউবা (১৯৮৭)
- আলজিয়ার্স বিয়ে নালে, আলজেরিয়া (১৯৮৭)
- ইন্ডিয়ান সংস্ প্রদর্শনী, সিডনি, অস্ট্রেলিয়া (১৯৯৩)
- মিডেল্স্ব্রো আর্ট গ্যালারী, মিডেল্স্ব্রো , যুক্তরাজ্য (১৯৯৫)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.