উদিত নারায়ণ
উদিত নারায়ণ ঝা (নেপালি: उदित नारायण झा) সর্বসাধারণের কাছে উদিত নারায়ণ (জন্মঃ ১ ডিসেম্বর, ১৯৫৫)[2] নামে অধিক পরিচিত। তিনি ভারতীয় চলচ্চিত্রে প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হলেও নেপালের সঙ্গীত ও চলচ্চিত্রে তিনি এক প্রবাদ পুরুষ।[3] তার অর্জনের তালিকায় রয়েছে ৩ টি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ও ৫ টি ফিল্মফেয়ার এওয়ার্ড। ভারতের ইতিহাসে উদিত নারায়ণ একমাত্র সঙ্গীত শিল্পী যিনি তিন দশকে (আশি দশক, নব্বই দশক ও শূন্য দশক) ফিল্মফেয়ার এওয়ার্ড পেয়েছেন। চলচ্চিত্রের গানে অমূল্য অবদান রাখার জন্য ভারতীয় সরকার উদিত নারায়ণকে ২০০৯ সালে পদ্মশ্রী[4] ও ২০১৬ সালে পদ্মভূষণ[5] পুরষ্কার প্রদান করে। এছাড়াও নেপালের প্রয়াত রাজা বিরেন্দ্র বীর বিক্রম শাহ দেব ২০০১ সালে উদিত নারায়ণকে প্রবাল গোরখা দক্ষিণ বাহু পুরষ্কার প্রদান করেন। উদিত নারায়ণ ২০১৫ সালে চিত্রগুপ্ত সিনেয়াত্রা সম্মান এ ভূষিত হন ভোজপুরি সিনেমায়[6] অবদান রাখার জন্য। বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলিউডের ৪০ টি গান এর তালিকায় উদিত নারায়ণ এর গাওয়া ২১ টি গান স্থান পেয়েছে।[7] উদিত নারায়ণ ৩৬ টির অধিক ভাষায় ২৫০০০ গান গেয়েছেন।[8][9][10][11]

উদিত নারায়ণ | |
---|---|
জন্ম নাম | উদিত নারায়ণ ঝা |
জন্ম | বারোদা, নেপাল[1] |
ধরন | নেপথ্য গায়ক |
পেশা | শিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব, অভিনেতা, প্রয়োজক |
কার্যকাল | ১৯৮০–বর্তমান |
প্রাথমিক জীবন
উদিত নারায়ন নেপালের বারোদা গ্রামে জন্মগ্রহণ করেন।[12] তার পিতার নাম ছিল হরি কৃষ্ণ ঝা এবং মায়ের নাম ভূবেশ্বরী দেবী।
পুরস্কার এবং মনোনয়ন
বছর | বিভাগ | গান/মনোনয়ন | ফলাফল |
---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার | |||
২০০১ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | মিতয়া– লগন | বিজয়ী |
জানে কিউ লোগ – দিল চাহাতা হে | |||
২০০২ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ছোটি ছোটি স্বপ্নে হে – জিন্দেগী খুবসুরত হে | বিজয়ী |
২০০৪ | শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) | ইয়ে তারা ও তারা – স্বদেশ | বিজয়ী |
২০০৫ | ভোজপুরি সেরা ফিচার ফিল্ম | প্রয়োজক - কাব কই গাওনা হামার | বিজয়ী |
ফিল্মফেয়ার পুরস্কার | |||
১৯৮৯ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | পাপ্পা ক্যাহতেহে – কেয়ামত সে কেয়ামত তাক | বিজয়ী |
১৯৯৩ | শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) | পেহলা নাশা - জো জিতা ওহি সিকান্দার | মনোনীত |
১৯৯৪ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ফুল সা চেহরা তেরা - আনাড়ি | মনোনীত |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | জাদু তেরি নাজার – ডর | মনোনীত | |
১৯৯৫ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | তু চিজ বড়ি হে মাস্তে মাস্তে – মহড়া | মনোনীত |
১৯৯৬ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | মেহেদী লাগা কে রাখনা – দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে | বিজয়ী |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | রাজা কো রানী সে প্যায়ার হোগায়া – আকেলে হাম আকেলে তুম | মনোনীত | |
১৯৯৭ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | পরদেশী পরদেশী – রাজা হিন্দুস্তানী | বিজয়ী |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ঘর সে নিকালতে হি – পাপা ক্যাহতে হে | মনোনীত | |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | হো নাহি সাকতা - দিলজালে | মনোনীত | |
১৯৯৮ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ভোলি সি সুরত – দিল তো পাগল হ্যায় | মনোনীত |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | দিল তো পাগল হে - দিল তো পাগল হে | মনোনীত | |
১৯৯৯ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | তুম পাস আয়ে – কুছ কুছ হোতা হে | মনোনীত |
২০০০ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | চান্দ ছুপা বাদাল মে – হাম দিল দে চুকে সানাম | বিজয়ী |
২০০১ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | দিল নে ইয়ে কাহা হে দিল সে – ধাড়কান | মনোনীত |
২০০২ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | মিতয়া – লগন | বিজয়ী |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | উড়জা কালে কাওয়া –গাদার এক প্রেম কথা | মনোনীত | |
২০০৩ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | তুনে জিন্দেগী মে আকে – হামরাজ | মনোনীত |
২০০৪ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | তেরে নাম – তেরে নাম | মনোনীত |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | এধার চালা ম্যায় ওধার চালা – কই মিল গ্যায়া | মনোনীত | |
২০০৫ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ম্যায় ইয়াহ হু ইয়াহ – বীর জারা | মনোনীত |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) মাস্টার ভিগনেসের সঙ্গে | ইয়ে তারা ও তারা – স্বদেশ | মনোনীত | |
ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ | |||
২০১১ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | বামা দুরিয়ামনা – মাদ্রাসাপাতিনাম | মনোনীত |
বিজয় পুরষ্কার | |||
২০০৮ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | সাহানা – শিবাজী | মনোনীত |
স্টার স্ক্রিণ পুরষ্কার | |||
১৯৯৭ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | আয়ে হো মেরী জিন্দেগী মে – রাজা হিন্দুস্তানী | বিজয়ী |
২০০১ | সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) | দিল নে ইয়ে কাহা হে দিল – ধাড়কান | মনোনীত |
সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) | আজা মাহিয়া – ফিজা | মনোনীত | |
সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) | কাহো না প্যায়ার হে – কাহো না প্যায়ার হে | মনোনীত | |
২০০২ | সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) | মিতয়া – লগন | মনোনীত |
সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) | উড়জা কালে কাওয়া – গাদার: এক প্রেম কথা | মনোনীত | |
২০০৩ | সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ও চান্দ জ্যাসে লাড়কী – দেবদাস | বিজয়ী |
২০০৪ | সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) | তেরে নাম – তেরে নাম | মনোনীত |
২০০৫ | সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ম্যায় ইয়াহ হু ইয়াহ – বীর জারা | মনোনীত |
২০০৬ | সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) | হাম হ্যা ইস পাল ইহা – কিসনা | মনোনীত |
জি সিনে এ্যাওয়ার্ডস | |||
২০০০ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | চান্দ ছুপা বাদাল ম্যায় – হাম দিল দে চুকে সানাম | বিজয়ী |
২০০২ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | মিওয়া – লগন | মনোনীত |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | উড়জা কালে কাওয়া – গাদার: এক প্রেম কথা | মনোনীত | |
২০০৪ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | তেরে নাম – তেরে নাম | মনোনীত |
২০১৩ | বেস্ট ট্র্যাক অব দ্যা ইয়ার | রাধা – স্টুডেন্ট অব দ্যা ইয়ার | বিজয়ী |
আইফা এ্যাওয়ার্ডস | |||
২০০০ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | চান্দ ছুপা বাদাল ম্যায় – হাম দিল দে চুকে সানাম | বিজয়ী |
২০০১ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | আজা মাহিয়া – ফিজা | মনোনীত |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | কাহো না প্যায়ার হে – কাহো না প্যায়ার হে | মনোনীত | |
২০০২ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | মিতয়া – লগন | মনোনীত |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | উড়জা কালে কাওয়া – গাদার: এক প্রেম কথা | মনোনীত | |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | বোলে চুড়িয়া – কাভি খুশি কাভি গাম | মনোনীত | |
২০০৪ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | তেরে নাম – তেরে নাম | মনোনীত |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | কই মিল গ্যায়া – কই মিল গ্যায়া | মনোনীত | |
২০০৫ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | আখে বন্দ করকে – এতরাজ | মনোনীত |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | লাল ডুপাট্টা – মুজসে শাদি কারোগী | মনোনীত | |
শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ইয়ে তারে ও তারে – স্বদেশ | মনোনীত | |
অপ্সরা ফিল্ম ও টেলিভিশন প্রডুসার গিল্ড অ্যাওয়ার্ডস | |||
২০০৪ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ইধার চালা ম্যায় উধার চালা – কই মিল গ্যায়া | মনোনীত |
২০০৫ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ম্যায় ইয়াহ হু্ ইয়াহ – বীর জারা | মনোনীত |
জি গোল্ড এ্যাওয়ার্ডস | |||
২০০২ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ম্যা নিকলা গাড্ডি লেকে – গাদার: এক প্রেম কথা | মনোনীত |
বলিউল মুভি এ্যাওয়ার্ডস | |||
১৯৯৯ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | তুম পাস আয়ে – কুছ কুছ হোতা হে | বিজয়ী |
কালাকার এ্যাওয়ার্ডস | |||
২০০১ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | হার দিল জো প্যায়ার কারেগা – হার দিল জো প্যায়ার কারেগা | বিজয়ী |
২০০৬ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | ইক দিলরুবা হে – বেওয়াফা | বিজয়ী |
২০১১ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | তুম দর্শন হাম নায়না –ইস লাইফ ম্যায় | বিজয়ী |
২০১৩ | শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী (পুরুষ) | জগনু বানকে তু – জোকার (২০১২) ছবি | বিজয়ী |
গিমা এ্যাওয়ার্ডস | |||
২০১৩ | বেস্ট ছবির গান | রাধা – স্টুডেন্ট অব দ্যা ইয়ার | মনোনীত |
সেরা দ্বৈত গান | রাধা – স্টুডেন্ট অব দ্যা ইয়ার | মনোনীত | |
বলিউড চলচ্চিত্রের তালিকা
বছর | ছবি | গানের নাম | সহ-শিল্পী | সঙ্গীত পরিচালক |
---|---|---|---|---|
১৯৮০ | ইউনিস বিস | "মিল গ্যায়া" | মোহাম্মাদ রফি, উষা মঙ্গেশকার | রাজেশ রোশান |
১৯৮১ | সান্নাটা | "সুন জানে জা" | অলকা ইয়াগনিক | রাজেশ রোশান |
১৯৮৩ | বাদে দিলওয়ালা | "জীবন কে দিন" | লতা মঙ্গেশকার, বেবী প্রিতী | আর ডি বর্মন |
১৯৮৬ | তান বাদান | "মেরী নায়ি বানসি কি ধুন" | একক | আনান্দ মিলিন্দ |
১৯৮৮ | কেয়ামত সে কেয়ামত তাক | "ইয়ে মেরী হামসাফার", "পাপ্পা ক্যাহতে হে" | অলকা ইয়াগনিক, একক | আনান্দ মিলিন্দ |
প্যায়ার কা মন্দির | "লোগ জাহা পার রেহতিহে" | মোহাম্মাদ আজিজ, কবিতা কৃষ্ণমূর্তি, সুরেশ ওয়াদকার | লক্ষীকান্ত প্যারেলাল | |
১৯৮৯ | লাল ডুপাট্টা মালমাল কা | "লাল ডুপাট্টা মালমাল কা", "না জানি কিউ ম্যায় বেকারার" | অনুরাধা পাড়োয়াল | আনান্দ মিলিন্দ |
১৯৯০ | দিল | "মুঝে নিন্দ না আয়ে", "হাম নে ঘর ছোড়া হে", "হাম প্যায়ার কারনে ওয়ালে" | অনুরাধা পাড়োয়াল, সাধনা সারগম | আনান্দ মিলিন্দ |
আশিকি | "মেরে দিল তেরে লিয়ে ধাড়াকতাহে " | অনুরাধা পাড়োয়াল | নদীম-শ্রবন |
তথ্যসূত্র
- http://articles.timesofindia.indiatimes.com/2009-01-27/south-asia/28035591_1_terai-saptari-district-honour
- "Aditya bakes a cake for father Udit Narayan on birthday"। Mid Day। ৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৭।
- https://hamaraphotos.com/photo_-206529.html
- http://www.radioandmusic.com/entertainment/editorial/news/160125-seven-years-after-padma-shree-udit-narayan
- "Padma Awards" (PDF)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৫।
- "Udit Narayan to receive India's Padma Bhushan"।
- http://www.bbc.co.uk/asiannetwork/features/top40_soundtracks_10_01.shtml
- http://www.hindustantimes.com/music/i-am-living-a-dream-says-udit-narayan/story-iDxOaP6IJX50JCB9m5CWZL.html
- "Udit Narayan on In.com"। ২৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮।
- "I'd sing for 25 paise at small village fairs: Udit Narayan"।
- "Udit Narayan to Sonu Nigam: Singers we want to see make a comeback"। The Times of India। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৭।
- "Artistes have no borders, Udit Narayan tells Nepal"। The Times of India। ২৭ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে উদিত নারায়ণ (ইংরেজি)
- উদিত নারায়ণ এমটিভি শিল্পীদের মাঝে
- ফেসবুকে উদিত নারায়ণ
টেমপ্লেট:ScreenAwardBestMalePlaybackSinger টেমপ্লেট:ZeeCineAwardBestPlaybackMale টেমপ্লেট:BollywoodMovieAwardBestPlaybackMale টেমপ্লেট:Nepalese male actors