অনুরাধা পাড়োয়াল
অনুরাধা পাড়োয়াল (জন্ম: ২৭ অক্টোবর, ১৯৫৪) ভারতের একজন জন প্রিয় গায়িকা। তিনি বলিউড ছবিতে গান করেন। তিনি গান করেন হিন্দি, বাংলা, মারাঠি ভাষা, গুজরাটি, তেলুগু, তামিল, পাঞ্জাবি, অসমীয়া সংস্কৃত ভাষা, ওড়িয়া ও নেপালী ভাষা ভাষায়।
অনুরাধা পাড়োয়াল | |
---|---|
![]() অনুরাধা পাড়োয়াল | |
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | অলকা নদাকারনি |
ধরন | সিনেমার গান |
পেশা | সঙ্গীত শিল্পী |
কার্যকাল | ১৯৭৩ - বর্তমান |
লেবেল | T-Series, Tips, Venus Records & Tapes |
জন্ম ও শিক্ষাজীবন
অনুরাধা (জন্ম নাম অলকা নদাকারনি) কারয়াড, উওরা কন্নড, কর্ণাটক রাজ্যে জন্ম গ্রহণ করেন। কনকানি পরিবারে মুম্বাই তে বড় হন। তিনি সংগীত জীবন শুরু করেন ১৯৭৩ ফিল্ম অভিমান (অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত) সংস্কৃত অনুবাদ। ঐ বছর মারাঠি ফিল্ম যশোদা সংগীত পরিচালক দত্ত দাভজেকর আত্মপ্রকাশ করেন।
সঙ্গীত জীবন
তিনি অনেক সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, শচীন দেববর্মণ, জয়দেব, রাহুল দেব বর্মণ, আনান্দ-মিলিন্দ, আনু মালিক, যতীন-ললিত, নদীম-শ্রবন, হিমেশ রেশমিয়া, কল্যাণজী-আনান্দজী, লক্ষিকান্ত-পেয়ারেলাল, রাজেশ রোশন, সাজিদ-ওয়াজিদ, ভিজু শাহ, উত্তম সিং , রাম-লক্ষন, দীলিপ সেন-সমীর সেন, আনন্দ রাজ আনন্দ, আদেশ শ্রীভাস্তাব, বিশাল-শেখর, এম. এম. কেরাভানি এবং ভিশাল ভরদ্বাজ।
পুরস্কার ও সম্মাননা
- ফিল্মফেয়ার পুরস্কার, (১৯৮৬, ১৯৯১, ১৯৯২, ১৯৯৩)
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত), (১৯৯০)
- মাদার তেরেসা আজীবন সম্মাননা, (২০১১)
সন | বিভাগ | গান | ছবি |
---|---|---|---|
১৯৮৯ | জাতীয় ফিল্ম পুরস্কার
শ্রেষ্ঠ সংগীত শিল্পী মহিলা |
"হি এক রেশমী" | কালাত-নাকালাত |
১৯৮৩ | ফিল্ম ফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ সংগীত শিল্পী মহিলা |
"ময়নে এক গীত লিখা হ্যায়" | ইয়ে নজদীকিয়া |
১৯৮৪ | ফিল্ম ফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ সংগীত শিল্পী মহিলা |
"তু মেরা হিরো হ্যায়" | হিরো |
১৯৮৬ | ফিল্ম ফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ সংগীত শিল্পী মহিলা |
"মেরে মান কহো" | উৎসব |
১৯৮৯ | ফিল্ম ফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ সংগীত শিল্পী মহিলা |
"কেহ দো কী তুম" | তেজাব |
১৯৯০ | ফিল্ম ফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ সংগীত শিল্পী মহিলা |
"তেরা নাম লিয়া
বেখবর বেওবাফা" |
"রাম লক্ষন" |
১৯৯১ | ফিল্ম ফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ সংগীত শিল্পী মহিলা |
"নজর কে সামনে
মুঝে নিন্দ না আয়ে" |
"[[আশিকী দিল]]" |
১৯৯২ | ফিল্ম ফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ সংগীত শিল্পী মহিলা |
"দিল হ্যায় কে মানতা নেহি
বহুত পেয়ার করতে" |
"[[দিল হ্যায় কে মানতা নেহি সাজান]]" |
১৯৯৩ | ফিল্ম ফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ সংগীত শিল্পী মহিলা |
"ধক ধক করনে লাগা" | "বেটা |