সাজিদ-ওয়াজিদ

সাজিদ-ওয়াজিদ হলেন দুই ভাই কর্তৃক হিন্দি গানে সুরারোপিত সাজিদ আলী এবং ওয়াজিদ আলী এর সমন্বয়ে গঠিত মানিকজোড়।[1] তারা বলিউড ছায়াছবিতে কাজের জন্য সুপরিচিত। তাদেরকে "ইন্টারন্যাশনাল ফিল্ম" এবং "টেলিভিশন রিসার্স সেন্টার অব এশিয়ান একাডেমী অব ফিল্ম এন্ড টেলিভিশন" কর্তৃক আজীবন সদস্যপদ দিয়ে সম্মানিত করা হয়েছে।

সাজিদ-ওয়াজিদ
প্রাথমিক তথ্য
ধরনচলচ্চিত্র গান
পেশাসংগীত সুরকার, সংগীত পরিচালক
কার্যকাল১৯৯৮-বর্তমান
সহযোগী শিল্পীসাজিদ-ওয়াজিদ
ওয়েবসাইটwww.sajidwajid.com

প্রাথমিক জীবন

ওস্তাদ সরাফত খাঁ এর পুত্রদ্বয় হলেন সাজিদ আলী ও ওয়াজিদ আলী।

কর্মজীবন

সাজিদ-ওয়াজিদ ১৯৮৮ সালের সোহেল খান পরিচালিত বলিউডি চলচ্চিত্র "প্যায়ার কিয়া তো ডারনা ক্যা" তে সর্বপ্রথম সঙ্গীতায়নের কাজ করেন। ১৯৯৯ সালে সনু নিগম এর "দিওয়ানা" এ্যালবামের "দিওয়ানা তেরা", "আন মুঝে রাত দিন", ইস কাদার প্যায়ার হ্যায়" ইত্যাদি গানে সুরারোপ করেন। একই বছরে তারা "হ্যালো ব্রাদার" ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন এবং "হাটা সা কি ঘাটা", "চুপ ক্যাসে কই আয়েগা", এবং "হ্যালো ব্রাদার" গানগুলি লেখেন।

এছাড়াও তারা বিভিন্ন চলচ্চিত্রে গান লিখেছেন, যেমনঃ ক্যা এহি প্যায়ার হে (২০০২), গুনাহ (২০০২),চোরি চোরি (২০০৩), দ্যা কিলার (২০০৬), শাদি কারকে ফাস গায়ে ইয়ার (২০০৬),জানে হোগা ক্যা (২০০৬) এবং কাল কিসনে দেখা

এছাড়াও সঙ্গীতের মানিকজোড় হিসেবে সালমান খান অভিনীত বেশ কয়েকটি ছায়াছবিতে সঙ্গীত রচনা করেছেন। যেমন: তুমকো না ভুল পায়েঙ্গে (২০০২), তেরে নাম (২০০৩), গর্ব: প্রাইড এন্ড অনার (২০০৪), মুঝসে শাদি কারোগী (২০০৪), পার্টনার (২০০৭), হ্যালো (২০০৮), গড তুঝে গ্রেট হো (২০০৮), ওয়ান্টেড (২০০৯), ম্যায় অর মিসেস খান্না, (২০০৯), বীর (২০১০), দাবাং (২০১০),[2] নো প্রবলেম (২০১০), এবংএক থা টাইগার (২০১২; শুধামাত্র "মাশায়াল্লাহ")।

তারা "সা রে গা মা পা সিঙ্গিং সুপারস্টার", সা রে গা মা পা ২০১২" এর প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এবং টেলিভিশন রিয়েলিটি শো "বিগ বস ৪" ও "বিগ বস ৬" এর শিরোনাম গান লিখেছেন। সাজিদ-ওয়াজিদ "আইপিএল ৪" এর থিম গান "ধুম ধুম ধুম ধাড়াক্কা" লিছেছেন। এছাড়াও ওয়াজিদ শিরোনাম গানটি গেয়েছেন।

ওয়াজিদ এর গান সমূহ

বছরগানচলচ্চিত্র
২০১৪শনিবার রাতিম্যায় তেরা হিরো
জয় জয় জয় জয় হোজয় হো
বাকি সব ফার্স্ট ক্লাস হ্যায়জয় হো
২০১৩সামনে হ্যায় সাবেরাবুলেট রাজা
বুলেট রাজাবুলেট রাজা
সাতাকে থোকোবুলেট রাজা
তু ভি মুড মেগ্রান্ড মাস্তি
ইশক মহল্লাচাশমে বাদ্দুর
আন্ধা গোরা রেস মেচাশমে বাদ্দুর
ধিকয়ান ধুম ধুম (সংস্করণ ২)চাশমে বাদ্দুর গোবিন্দ আরা রেরাঙ্গিজ

সাজিদ চলচ্চিত্রের তালিকা

  • চলচ্চিত্রে রাধার বন্ধু হিসেবে ওয়ান্টেড
  • চলচ্চিত্রে পুলিশ হাবিলদার হিসেবে দাবাং ২
  • চলচ্চিত্রে কালিচরনের বন্ধু হিসেবে কাল কিসনে দেখা

সাজিদ-ওয়াজিদ সংগীত পরিচালক হিসেবে

বছরচলচ্চিত্র
২০১৪ তেবার
দাওয়াত-ই-ইশক
গাব্বার
হিরোপন্তি
ম্যা তেরা হিরো
জয় হো
২০১৩বুলেট রাজা
নাম
ইশাক ইন প্যারিস
চাশমে বাদ্দুর
হিম্মতওয়ালা
রাংগ্রিজ

চলচ্চিত্র ছাড়া এ্যালবাম

সাজিদ-ওয়াজিদ সঙ্গীত পরিচালক হিসেবে কিছু এ্যালবামে সঙ্গীতায়নের কাজ করেছেন:

বছরএ্যালবামশিল্পীগীতিকার
১৯৯৯দিওয়ানাসনু নিগমফয়েজ আনোয়ার
২০০১খয়া খয়া চাদঅলকা ইয়াগনিক এবং বাবুল সুপ্রিয়সমীর
২০০৫তেরা ইন্তেজোররাহুল বাদাইয়াজালিস শেরওয়ানী এবং সাজিদ–ওয়াজিদ

গীতিকার হিসেবে সাজিদ–ওয়াজিদ

বছরগানচলচ্চিত্রগীতিকারসংগীত পরিচালক
২০১৪বাকি সব ফার্স্ট ক্লাস হ্যায়জয় হোইরফান কামাল এবং ড্যানিশ সাবরির সাথে সাজিদসাজিদ-ওয়াজিদ
২০১২ফেভিকল সেদাবাং ২আশরাফ আলী সাথে সাজিদ-ওয়াজিদ

সাজিদ–ওয়াজিদ

সাজিদ-ওয়াজিদ পৃষ্ঠভূমি স্কোরলেখক হিসাবে

এছাড়াও নিম্নের চলচ্চিত্রে সাজিদ-ওয়াজিদ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করেছেন:

বছরচলচ্চিত্র
২০১৩ইশক ইন প্যারিস
বুলেট রাজা

পুরস্কার

বিজয়ী
সালপুরস্কারবিভাগচলচ্চিত্র
২০১১স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকদাবাং'[3]
২০১১অপ্সরা অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকদাবাং[3]
২০১১জি সিনে অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকদাবাং[3]
২০১১ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকদাবাং[3]

তথ্যসূত্র

  1. Scribd.com All Hindi (Bollywood Indian) Movie List: Credits for Welcome (2007)
  2. "Sajid-Wajid"। Yahoo! Movies। ১ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১০
  3. "Sajid-Wajid give credit to Sallu for awards"Times of India। IANS। সংগ্রহের তারিখ ২০১১-০২-০২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.