বাংলাদেশ–মেক্সিকো সম্পর্ক
বাংলাদেশ–মেক্সিকো সম্পর্ক হল বাংলাদেশ ও মেক্সিকো রাষ্ট্রদ্বয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। দুই দেশই জাতিসংঘ এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যরাষ্ট্র।
![]() | |
![]() বাংলাদেশ |
![]() মেক্সিকো |
---|
ইতিহাস

১৯৭৫ সালের ৮ই জুলাই বাংলাদেশের স্বাধীনতা লাভের চার বছরের মাথায় এ দুই দেশের মধ্যকার সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।[1] ১৯৮১ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুস সাত্তার কানকুনে অনুষ্ঠিত নর্থ-সাউথ সামিটে অংশ নেবার উদ্দেশ্যে মেক্সিকো সফর করেন।
দ্বিপাক্ষিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে দুই দেশই নিজেদের আগ্রহের কথা প্রকাশ করেছে।[2][3] ২০১১ সালে বাংলাদেশের একটি ব্যবসায়ী দল মেক্সিকোতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ করার মত মৌলিক ক্ষেত্রের সন্ধানে মেক্সিকো সফর করে।[4] ২০১৩ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের সুযোগবৃদ্ধি এবং সেইসাথে চোরাচালানি রোধকল্পে প্রশাসনিক সহায়তার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।[5] জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য খাতে সহযোগিতাকেও দুই দেশের পারস্পরিক সাহায্যের অন্যতম খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।[6]
বাণিজ্য
২০১৬ সালে দুই দেশের মধ্যকার বাণিজ্যের আর্থিক মূল্য ছিল প্রায় $২৮০ মিলিয়ন মার্কিন ডলার।[7] মেক্সিকোতে বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য হল তুলা ও বস্ত্র। বাংলাদেশে মেক্সিকোর প্রধান রপ্তানিপণ্য হল ঔষধ, অ্যালকোহল (বিয়ার) এবং টেকুইলা।[7]
কূটনৈতিক মিশন
- মেক্সিকো সিটিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।[8]
- বাংলাদেশে মেক্সিকো তাদের কর্মকাণ্ড পরিচালনা করে ভারতের নয়া দিল্লীতে অবস্থিত দূতাবাসের মাধ্যমে।[9]
তথ্যসূত্র
- "MEXICO MOURNS THE DEATH OF BANGLADESH PRESIDENT MOHAMMED ZILLUR RAHMAN" (ইংরেজি ভাষায়)। MINISTRY OF FOREIGN AFFAIRS, MEXICO। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৪।
- "Bangladesh, Mexico can cooperate in new areas"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৪।
- "BD mission in Mexico to help boost cooperation: Mexican President"। UNB Connect (ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৪।
- "Bangladesh looks to Latin America for trade"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৪।
- "Bangladesh, Mexico to sign deal to curb smuggling"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৪।
- "Mexico to widen cooperation with Bangladesh"। Priyo News (ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৪।
- "Mexican Ministry of the Economy (in Spanish)" (ইংরেজি ভাষায়)।
- "বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ঃ মিশনসমূহ" (ইংরেজি ভাষায়)। ২৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭।
- "নিউ দিল্লীতে অবস্থিত মেক্সিকো দূতাবাস (ইংরেজি ও স্পেনীয়)"।
টেমপ্লেট:মেক্সিকোর বৈদেশিক সম্পর্ক