নাইজেরিয়া–বাংলাদেশ সম্পর্ক
নাইজেরিয়া–বাংলাদেশ সম্পর্ক হল নাইজেরিয়া এবং বাংলাদেশ রাষ্ট্রদ্বয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। বাংলাদেশ ও নাইজেরিয়া উভয়েই উন্নয়নশীল ৮ দেশ, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন প্রভৃতি সংগঠনের সদস্য।
![]() | |
![]() বাংলাদেশ |
![]() নাইজেরিয়া |
---|
উচ্চ পর্যায়ের সফর
২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুজায় আনুষ্ঠানিক সফর করেন।[1]
সহযোগিতা
বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি ও পর্যটন হল এ দুই রাষ্ট্রের মধ্যকার সম্পর্কের প্রধান অঞ্চল।[2]
অর্থনৈতিক সম্পর্ক
বাংলাদেশ এবং নাইজেরিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারস্পরিক আগ্রহ প্রকাশ করেছে।[3] বাংলাদেশি ওষুধ, নিটওয়্যার, সিমেন্ট, পাট ও পাটজাত দ্রব্য, সিরামিক, সমুদ্রে যাতায়াতকারী যান, আলোক প্রকৌশল, চামড়া ও প্লাস্টিক নির্মিত দ্রব্যসামগ্রী নাইজেরিয় বাজারে বেশ ভালো কদর পেয়েছে।[4] নাইজেরিয়া বাংলাদেশি ব্যবসায়ীদের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মেডিকেল সামগ্রি, আইসিটি এবং শিক্ষাখাতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে। ২০১২ সালে এ দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌছে যায়।[5] ২০১৪ সালে, বাংলাদেশি তারিফ কমিশন আফ্রিকান রাষ্ট্রের সাথে নতুন বাণিজ্য চুক্তি তৈরি করেছে এবং এ ধরনের নতুন চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে মালি ও নাইজেরিয়া সবচেয়ে সম্ভাবনাময় রাষ্ট্র।[6]
তথ্যসূত্র
- "President for increasing cooperation with Nigeria, west African countries"। বাংলাদেশ সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪।
- "President urges Nigeria to recruit Bangladeshi experts"। ইউএনবি কানেক্ট। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪।
- "Nigerian envoy calls on President"। দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪।
- "DCCI urges Nigeria to import Bangladesh products"। নিউ এজ। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪।
- "Nigerian businessmen urged to invest in Bangladesh"। ডেইলি সান। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪।
- "Bangladesh plans trade deals with Nigeria and Mali"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪।
টেমপ্লেট:নাইজেরিয়ার বৈদেশিক সম্পর্ক