বাংলাদেশ–মালাউই সম্পর্ক
বাংলাদেশ–মালাউই সম্পর্ক হল বাংলাদেশ এবং মালাউই রাষ্ট্রদ্বয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। এ দুই দেশের কারোরই স্থায়ী রাষ্ট্রদূত নেই। ২০১২ সালে মালাউইয়ের রাষ্ট্রপতি বিঙ্গু ওয়া মিথারিকার বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের আগ্রহের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক মিশন স্থাপিত হয়।[1] দুই দেশই গ্রুপ অব ৭৭ ও কমনওয়েলথ অব নেশনস এর সদস্য।
![]() | |
![]() বাংলাদেশ |
![]() মালাউই |
---|
সহযোগিতার ক্ষেত্র
বাণিজ্য ও সামাজিক উন্নয়ন খাতে উল্লেখযোগ্য সহযোগিতামূলক কর্মসূচী গ্রহণে দুই দেশই আগ্রহী। মালাউইয়ের অন্য়তম প্রধান উৎপাদিত দ্রব্য হল তুলা, যা বাংলাদেশের বস্ত্রশিল্পের জন্য অত্যাবশ্যক।[2] এই খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ আগ্রহী। নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের উন্নতি একটি রোল মডেল হিসেবে মালাউই অনুসরণ করতে চায়।[3][4][5]
তথ্যসূত্র
- "Bangladesh pledges to invest in Malawi"।
- "Malawi wants to protect local cotton industry"। ১৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬।
- "Malawi keen to expand bilateral, trade relations with Bangladesh"। দ্য বাংলাদেশ ক্রোনিকেল।
- "Bangladesh Sangbad Sangstha (BSS)"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ২০১৪-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "daily sun daily sun - Metropolisdaily sun - Metropolis - Malawi keen to boost trade ties"। ডেইলি সান।
টেমপ্লেট:মালাউইয়ের বৈদেশিক সম্পর্ক
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.