বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান

বাংলাদেশ বিমান বাহিনীর অধিনায়ক ও সর্বোচ্চ পদধারী কর্মকর্তা বিমান বাহিনী প্রধান। এই পদকে সংক্ষেপে সিওএএস ও বলা হয়। সাধারণত বিমান বাহিনীর জিডি(পি) শাখার কর্মকর্তারাই এই পদ পেয়ে থাকেন।বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হন চার তারকা এয়ার চিফ মার্শাল পদমর্যাদার একজন কর্মকর্তা। বিমান বাহিনীর বর্তমান প্রধান হচ্ছেন এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত যিনি ১২ জুন ২০১৮ দায়িত্ব গ্রহণ করেন।[1][2]

বিমান বাহিনী প্রধানদের তালিকা

মেয়াদকাল অনুসারে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানদের তালিকা নিচে দেয়া হল:

নং নাম নিযুক্তির তারিখ কর্মস্থল ত্যাগ অলংকরণ
এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার৭ এপ্রিল ১৯৭২১৫ অক্টোবর ১৯৭৫বিইউ, পিএসএ
এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ গোলাম তাওয়াব১৬ অক্টোবর ১৯৭৫৩০ এপ্রিল ১৯৭৬এসজে, এসবিটি, পিএসএ
এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খাদেমুল বাশার১ মে ১৯৭৬১ সেপ্টেম্বর ১৯৭৭বিইউ, টিবিটি
এয়ার ভাইস মার্শাল আবদুল গফুর মাহমুদ৫ সেপ্টেম্বর ১৯৭৬৮ ডিসেম্বর ১৯৭৭টিবিটি, পিএসএ
এয়ার ভাইস মার্শাল সদরউদ্দিন মুহাম্মাদ হোসেন৯ ডিসেম্বর ১৯৭৭২২ জুলাই ১৯৮১বিপি
এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ২৩ জুলাই ১৯৮১২২ জুলাই ১৯৮৭বিইউ
এয়ার ভাইস মার্শাল মমতাজ উদ্দিন আহমেদ২৩ জুলাই ১৯৮৭৪ জুন ১৯৯১পিএসসি
এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী৪ জুন ১৯৯১৩ জুন ১৯৯৫এনডিইউ, পিএসসি
এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ৪ জুন ১৯৯৫৩ জুন ২০০১এনডিসি, বিইএমএস, পিএসসি
১০এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলাম৪ জুন ২০০১৮ এপ্রিল ২০০২এনডিইউ, পিএসসি[3]
১১এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম৮ এপ্রিল ২০০২৭ এপ্রিল ২০০৭এনডিসি, পিএসসি
১২এয়ার মার্শাল শাহ মোঃ জিয়াউর রহমান৮ এপ্রিল ২০০৭১২ জুন ২০১২এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি
১৩এয়ার মার্শাল মুহাম্মদ এনামুল বারি১৩ জুন ২০১২১২ জুন ২০১৫বিবিপি, এনডিইউ, পিএসসি
১৪এয়ার চিফ মার্শাল আবু এসরার১২ জুন ২০১৫১১ জুন ২০১৮বিবিপি, এনডিসি, এসিএসসি
১৫এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত১২ জুন ২০১৮বর্তমানবিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "BN, BAF chiefs rank upgraded"Bangladesh Sangbad Sangstha। ২০১৬-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৬
  2. "New Air Force chief Abu Esrar gets rank of Air Marshal"bdnews24.com। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৫
  3. http://www.baf.mil.bd/?page_id=39
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.