বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান
সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত প্রধান/প্রধান কর্মকর্তা। ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনীর সদরদপ্তর থেকে সেনাপ্রধান তার কার্যাবলী পরিচালনা করেন। সেনাপ্রধানরা জেনারেল পদমর্যাদার হয়ে থাকেন তবে মইন উদ্দীন আহমেদের আগে সেনাপ্রধানগণের পদবী পূর্ণ জেনারেল ছিলেন না, ছিলেন লেফটেন্যান্ট জেনারেল। এছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল ছিলেন।
সেনাপ্রধান বা | |
---|---|
![]() | |
নিয়োগকর্তা | প্রধানমন্ত্রী |
গঠন | ৫ এপ্রিল ১৯৭২ |
প্রথম ধারক | জেনারেল শফিউল্লাহ |
ওয়েবসাইট | ওয়েবসাইট |
১৯৭২ সালের ৫ এপ্রিল কে এম সফিউল্লাহকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেনাপ্রধান নিয়োগ করেন, এর আগে সেনাবাহিনীর পরিচালনার দায়িত্বে ছিলেন এম এ জি ওসমানী যিনি মূলত মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। বস্তুত আব্দুর রব স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন না, তাকে ১৯৭১ সালে মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।[1][2][3][4]
সেনাপ্রধানগণের তালিকা
# | নাম | ছবি | মেয়াদ শুরু | মেয়াদ শেষ | সন্মাননা | কমিশনের ইউনিট |
---|---|---|---|---|---|---|
১ম | জেনারেল মোহাম্মদ আবদুর রব (ভারপ্রাপ্ত সেনাপ্রধান) | ![]() | জুলাই ১৯৭১ | ৫ এপ্রিল ১৯৭২ | বীর উত্তম | সার্ভিসেস কোর |
২য় | মেজর জেনারেল কাজী মুহাম্মদ শফিউল্লাহ | ৫ এপ্রিল ১৯৭২ | ২৪ আগস্ট ১৯৭৫ | বীর উত্তম | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
৩য় | মেজর জেনারেল জিয়াউর রহমান | ![]() | ২৪ আগস্ট ১৯৭৫ | ৩ নভেম্বর ১৯৭৫ | বীর উত্তম | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট |
৪র্থ | মেজর জেনারেল খালেদ মোশাররফ | ![]() | ৩ নভেম্বর | ৭ নভেম্বর ১৯৭৫ | বীর উত্তম | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট |
৫ম | মেজর জেনারেল জিয়াউর রহমান | ![]() | ৭ নভেম্বর ১৯৭৫ | ফেব্রুয়ারি ১৯৭৯ | বীর উত্তম | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট |
৬ষ্ঠ | লেফট্যানেন্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ | ![]() | ফেব্রুয়ারি ১৯৭৯ | আগস্ট ১৯৮৬ | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
৭ম | লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান | ১ সেপ্টেম্বর ১৯৮৬ | আগস্ট ১৯৯০ | আর্টিলারি রেজিমেন্ট | ||
৮ম | লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দীন খান | নভেম্বর ১৯৯০ | জুন ১৯৯৪ | আর্মার্ড কোর | ||
৯ম | লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম | জুন ১৯৯৪ | জুন ১৯৯৬ | বীর বিক্রম | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
১০ম | লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহবুবুর রহমান | মে ১৯৯৬ | ডিসেম্বর ১৯৯৭ | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | ||
১১তম | লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান | ২৪ ডিসেম্বর ১৯৯৭ | ২৩ ডিসেম্বর ২০০০ | বীর প্রতীক | ইঞ্জিনিয়ার্স কোর | |
১২তম | লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ | ২৪ ডিসেম্বর ২০০০ | ১৬ জুন ২০০২ | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | ||
১৩তম | লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী | ১৬ জুন ২০০২ | ১৫ জুন ২০০৫ | এডব্লিউসি, পিএসসি | ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট | |
১৪তম | জেনারেল মঈন উদ্দিন আহমেদ | ![]() | ১৫ জুন ২০০৫ | ১৫ জুন ২০০৯ | এনডিসি, পিএসসি | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট |
১৫তম | জেনারেল আব্দুল মুবীন | ১৫ জুন ২০০৯ | ২৫ জুন ২০১২ | এনডিসি, পিএসসি | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
১৬তম | জেনারেল ইকবাল করিম ভূঁইয়া | ২৫ জুন ২০১২ | ২৫ জুন ২০১৫ | পিএসসি | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট | |
১৭তম | জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক | ![]() | ২৫ জুন ২০১৫ | ২৫ জুন ২০১৮ | এনডিসি, পিএসসি | আর্মার্ড কোর |
১৮তম | জেনারেল আজিজ আহমেদ | ২৬ জুন ২০১৮ | বর্তমান | পিএসসি, জি | আর্টিলারি |
তথ্যসূত্র
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ (দলিলপত্র: নবম খন্ড)। তথ্য মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯৮৪। পৃষ্ঠা ২২১।
- একাত্তরের বীরযোদ্ধা, খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা (দ্বিতীয় খন্ড)। প্রথমা প্রকাশন। মার্চ ২০১৩। পৃষ্ঠা ৪৩। আইএসবিএন 9789849025375।
- বঙ্গবন্ধু হ্ত্যাকাণ্ড ফ্যাক্টস্ এণ্ড ডকুমেন্টস্, অধ্যাপক আবু সাইয়িদ, প্রকাশক সেলিম হাসান তরফদার, ৪র্থ সংস্করণ ৯৪ খ্রিঃ
- হামিদ, লেঃ কর্নেল এম. এ. (১৯৯২)। তিনটি সেনা অভুত্থান ও কিছু না বলা কথা। ঢাকা: শিখা প্রকশনী।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.