বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান

সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর পেশাগত প্রধান/প্রধান কর্মকর্তা। ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনীর সদরদপ্তর থেকে সেনাপ্রধান তার কার্যাবলী পরিচালনা করেন। সেনাপ্রধানরা জেনারেল পদমর্যাদার হয়ে থাকেন তবে মইন উদ্দীন আহমেদের আগে সেনাপ্রধানগণের পদবী পূর্ণ জেনারেল ছিলেন না, ছিলেন লেফটেন্যান্ট জেনারেল। এছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল ছিলেন।

সেনাপ্রধান বা
দায়িত্ব
জেনারেল আজিজ আহমেদ

২৬ জুন, ২০১৮  থেকে
নিয়োগকর্তাপ্রধানমন্ত্রী
গঠন৫ এপ্রিল ১৯৭২
প্রথম ধারকজেনারেল শফিউল্লাহ
ওয়েবসাইটওয়েবসাইট

১৯৭২ সালের ৫ এপ্রিল কে এম সফিউল্লাহকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেনাপ্রধান নিয়োগ করেন, এর আগে সেনাবাহিনীর পরিচালনার দায়িত্বে ছিলেন এম এ জি ওসমানী যিনি মূলত মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। বস্তুত আব্দুর রব স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন না, তাকে ১৯৭১ সালে মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।[1][2][3][4]

সেনাপ্রধানগণের তালিকা

#নামছবিমেয়াদ শুরুমেয়াদ শেষসন্মাননাকমিশনের ইউনিট
১মজেনারেল মোহাম্মদ আবদুর রব (ভারপ্রাপ্ত সেনাপ্রধান)
জুলাই ১৯৭১৫ এপ্রিল ১৯৭২বীর উত্তমসার্ভিসেস কোর
২য়মেজর জেনারেল কাজী মুহাম্মদ শফিউল্লাহ৫ এপ্রিল ১৯৭২২৪ আগস্ট ১৯৭৫বীর উত্তমইস্ট বেঙ্গল রেজিমেন্ট
৩য়মেজর জেনারেল জিয়াউর রহমান২৪ আগস্ট ১৯৭৫৩ নভেম্বর ১৯৭৫বীর উত্তমইস্ট বেঙ্গল রেজিমেন্ট
৪র্থমেজর জেনারেল খালেদ মোশাররফ৩ নভেম্বর৭ নভেম্বর ১৯৭৫বীর উত্তমইস্ট বেঙ্গল রেজিমেন্ট
৫মমেজর জেনারেল জিয়াউর রহমান৭ নভেম্বর ১৯৭৫ফেব্রুয়ারি ১৯৭৯বীর উত্তমইস্ট বেঙ্গল রেজিমেন্ট
৬ষ্ঠলেফট্যানেন্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদফেব্রুয়ারি ১৯৭৯আগস্ট ১৯৮৬ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
৭মলেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান১ সেপ্টেম্বর ১৯৮৬আগস্ট ১৯৯০আর্টিলারি রেজিমেন্ট
৮মলেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দীন খাননভেম্বর ১৯৯০জুন ১৯৯৪আর্ম‌ার্ড‌ কোর
৯মলেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিমজুন ১৯৯৪জুন ১৯৯৬বীর বিক্রমইস্ট বেঙ্গল রেজিমেন্ট
১০মলেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহবুবুর রহমানমে ১৯৯৬ডিসেম্বর ১৯৯৭ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
১১তমলেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান২৪ ডিসেম্বর ১৯৯৭২৩ ডিসেম্বর ২০০০বীর প্রতীকইঞ্জিনিয়ার্স কোর
১২তমলেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ২৪ ডিসেম্বর ২০০০১৬ জুন ২০০২ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
১৩তমলেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী১৬ জুন ২০০২১৫ জুন ২০০৫এডব্লিউসি, পিএসসিফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট
১৪তমজেনারেল মঈন উদ্দিন আহমেদ
১৫ জুন ২০০৫১৫ জুন ২০০৯এনডিসি, পিএসসিইস্ট বেঙ্গল রেজিমেন্ট
১৫তমজেনারেল আব্দুল মুবীন১৫ জুন ২০০৯২৫ জুন ২০১২এনডিসি, পিএসসিইস্ট বেঙ্গল রেজিমেন্ট
১৬তমজেনারেল ইকবাল করিম ভূঁইয়া২৫ জুন ২০১২২৫ জুন ২০১৫পিএসসিইস্ট বেঙ্গল রেজিমেন্ট
১৭তমজেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক২৫ জুন ২০১৫২৫ জুন ২০১৮এনডিসি, পিএসসিআর্ম‌ার্ড‌ কোর
১৮তমজেনারেল আজিজ আহমেদ
২৬ জুন ২০১৮বর্তমানপিএসসি, জিআর্টিলারি

তথ্যসূত্র

  1. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ (দলিলপত্র: নবম খন্ড)। তথ্য মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯৮৪। পৃষ্ঠা ২২১।
  2. একাত্তরের বীরযোদ্ধা, খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা (দ্বিতীয় খন্ড)। প্রথমা প্রকাশন। মার্চ ২০১৩। পৃষ্ঠা ৪৩। আইএসবিএন 9789849025375।
  3. বঙ্গবন্ধু হ্ত্যাকাণ্ড ফ্যাক্টস্ এণ্ড ডকুমেন্টস্, অধ্যাপক আবু সাইয়িদ, প্রকাশক সেলিম হাসান তরফদার, ৪র্থ সংস্করণ ৯৪ খ্রিঃ
  4. হামিদ, লেঃ কর্নেল এম. এ. (১৯৯২)। তিনটি সেনা অভুত্থান ও কিছু না বলা কথা। ঢাকা: শিখা প্রকশনী।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.