প্রমথনাথ বিশী

প্রমথনাথ বিশী (ইংরেজি: Pramathanath Bishi) (১১ জুন ১৯০১ - ১০ মে ১৯৮৫) একজন লেখক, শিক্ষাবিদ ও অধ্যাপক। তিনি ১৯৬২-৬৮ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন এবং ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন।

প্রমথনাথ বিশী
জন্ম১১ জুন, ১৯০১
জোয়াড়ি গ্রাম, নাটোর জেলা, ব্রিটিশ ভারত
মৃত্যু১০ মে, ১৯৮৫
জাতীয়তাভারতীয়
যেখানের শিক্ষার্থীশান্তিনিকেতন, রাজশাহী কলেজ
পরিচিতির কারণবাঙ্গালী সাহিত্যিক

প্রাথমিক জীবন

১৯০১ খ্রীষ্টাব্দের ১১ই জুন নাটোর জেলার জোয়াড়ি গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা নলিনীনাথ বিশী ও মাতা সরোজবাসিনী দেবী, স্ত্রী সুরুচি দেবী।

শিক্ষা জীবন

১৯১০ সালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। সেখানে এক নাগাড়ে সতের বছর অধ্যয়ন করেন। মেধা, প্রখর বুদ্ধি, অধ্যয়ননিষ্ঠা, কবি-প্রতিভা ইত্যাদি গুণাবলির জন্য রবীন্দ্রনাথের স্নেহ লাভ করেন।

অর্জন

তিনি আনন্দ পুরস্কার লাভ করেন।

মৃত্যু

১০মে, ১৯৮৫ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।[1]

তথ্যসূত্র

  1. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; দ্বিতীয় সংস্করণ: ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা: ২৩১, আইএসবিএন ৯৮৪-০৭-৪৩৫৪-৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.