প্রমথনাথ বিশী
প্রমথনাথ বিশী (ইংরেজি: Pramathanath Bishi) (১১ জুন ১৯০১ - ১০ মে ১৯৮৫) একজন লেখক, শিক্ষাবিদ ও অধ্যাপক। তিনি ১৯৬২-৬৮ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন এবং ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন।
প্রমথনাথ বিশী | |
---|---|
![]() | |
জন্ম | ১১ জুন, ১৯০১ জোয়াড়ি গ্রাম, নাটোর জেলা, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ১০ মে, ১৯৮৫ |
জাতীয়তা | ভারতীয় ![]() |
যেখানের শিক্ষার্থী | শান্তিনিকেতন, রাজশাহী কলেজ |
পরিচিতির কারণ | বাঙ্গালী সাহিত্যিক |
প্রাথমিক জীবন
১৯০১ খ্রীষ্টাব্দের ১১ই জুন নাটোর জেলার জোয়াড়ি গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা নলিনীনাথ বিশী ও মাতা সরোজবাসিনী দেবী, স্ত্রী সুরুচি দেবী।
শিক্ষা জীবন
১৯১০ সালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। সেখানে এক নাগাড়ে সতের বছর অধ্যয়ন করেন। মেধা, প্রখর বুদ্ধি, অধ্যয়ননিষ্ঠা, কবি-প্রতিভা ইত্যাদি গুণাবলির জন্য রবীন্দ্রনাথের স্নেহ লাভ করেন।
অর্জন
তিনি আনন্দ পুরস্কার লাভ করেন।
মৃত্যু
১০মে, ১৯৮৫ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।[1]
তথ্যসূত্র
- সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; দ্বিতীয় সংস্করণ: ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা: ২৩১, আইএসবিএন ৯৮৪-০৭-৪৩৫৪-৬
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.