মতি নন্দী

মতি নন্দী (ইংরেজি: Moti Nandi; ; জন্ম: ১০ জুলাই ১৯৩১ - মৃত্যু: ৩ জানুয়ারি ২০১০) ছিলেন ভারতের কলকাতা ভিত্তিক একজন বাঙালি লেখক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মতি নন্দী ছিলেন মূলত ক্রীড়া সাংবাদিক এবং উপন্যাসিক ও শিশু সাহিত্যিক। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছেন। তার বিখ্যাত উপন্যাস 'কোনি'।

মতি নন্দী
জন্ম১০ জুলাই ১৯৩১
মৃত্যু৩ জানুয়ারি ২০১০
জাতীয়তাভারতীয়
নাগরিকত্ব ভারত
পরিচিতির কারণলেখক

জন্ম ও যে জন্য পরিচিত

গ্রন্থ তালিকা

উপন্যাস

  • সাদা খাম (আনন্দ পাবলিকেশন)
  • উভয়ত সম্পূর্ণ (আনন্দ পাবলিকেশন)
  • গোলাপ বাগান (আনন্দ পাবলিকেশন)
  • ছায়া (আনন্দ পাবলিকেশন)
  • ছায়া সরণীতে রোহিণী (আনন্দ পাবলিকেশন)
  • জীবন্ত (আনন্দ পাবলিকেশন)
  • দুটি তিনটি ঘর (আনন্দ পাবলিকেশন)
  • দ্বিতীয় ইনিংসের পর (আনন্দ পাবলিকেশন)
  • দূরদৃষ্টি (আনন্দ পাবলিকেশন)
  • পুবের জানালা (আনন্দ পাবলিকেশন)
  • বনানীদের বাড়ি (আনন্দ পাবলিকেশন)
  • বিজলীবালার মুক্তি (আনন্দ পাবলিকেশন)
  • মালবিকা (আনন্দ পাবলিকেশন)
  • শিবি (আনন্দ পাবলিকেশন)
  • শোলোকে পনেরো করা (আনন্দ পাবলিকেশন)
  • সহদেবের তাজমহল (আনন্দ পাবলিকেশন)
  • সবাই যাচ্ছে (আনন্দ পাবলিকেশন)
  • দশটি উপন্যাস (আনন্দ পাবলিকেশন)
  • "নক্ষত্রের রাত (পুনশ্চ)
  • বাওবাব (পুনশ্চ)
  • দাদাশ বাকতি (পুনশ্চ)
  • নায়কের প্রবেশ ও প্রস্থান (পুনশ্চ)
  • "বারান্দা"
  • "করুণাবাস্ততা"
  • "ছোটবাবু"

ছোটদের জন্য লেখা

  • কোনি(আনন্দ পাবলিকেশন)
  • অলৌকিক দিলু(আনন্দ পাবলিকেশন)
  • স্টপার(আনন্দ পাবলিকেশন)
  • স্ট্রাইকার(আনন্দ পাবলিকেশন)
  • কুড়ন(আনন্দ পাবলিকেশন)
  • জীবন অনন্ত(আনন্দ পাবলিকেশন)
  • নারান(আনন্দ পাবলিকেশন)
  • ফেরারি(আনন্দ পাবলিকেশন)
  • তুলসী(আনন্দ পাবলিকেশন)
  • দলবদলের আগে(আনন্দ পাবলিকেশন)
  • মিনু চিনুর ট্রফি(আনন্দ পাবলিকেশন)
  • এমপিয়ারিং
  • ধানকুড়ির কিংকং(আনন্দ পাবলিকেশন)
  • বিশ্ব-জোড়া বিশ্বকাপ(আনন্দ পাবলিকেশন)
  • বুড়ো ঘোড়া(আনন্দ পাবলিকেশন)
  • দৃষ্টি কিশোর উপন্যাস(আনন্দ পাবলিকেশন)
  • ক্রিকেটের আইন কানুন(আনন্দ পাবলিকেশন)
  • ভুলি(গাঙচিল)
  • শিবা(আনন্দ পাবলিকেশন)

দশটি কিশোর উপন্যাস

  • ননিদা নট আউট
  • স্ট্রাইকার
  • স্টপার
  • অপরাজিত আনন্দ
  • দলবদলের আগে
  • ফেরারি
  • আম্পায়ারিং
  • তুলসী
  • নারান
  • মিনু চিনুর ট্রফি

কলাবতী সিরিজ

  • কলাবতী
  • কলাবতীদের ডায়েট চার্ট
  • কলাবতীর দেখা শোনা
  • কলাবতী ও খয়েরি
  • ভূতের বাসায় কলাবতী
  • কলাবতী, অপুর মা ও পাঁচু
  • কলাবতী ও মিলেনিয়াম ম্যাচ
  • কলাবতীর শক্তিশেল

সিনেমা

১৯৮৬ সালে সরোজ দে পরিচালিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় ও শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় অভিনীত 'কোনি' চলচ্চিত্রটি মতি নন্দীর একই নামের বাংলা উপন্যাস অবলম্বনে নির্মিত। এছাড়াও তার "জলের ঘূর্ণি ও বকবক শব্দ" গল্প অবলম্বনে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ ২০১৭ সালে ভয়ংকর সুন্দর ছবিটি নির্মাণ করেন। পরমব্রত চট্টোপাধ্যায় এবং আশনা হাবিব ভাবনা এ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.