কলাবতী (কাল্পনিক চরিত্র)
কলাবতী বাংলা শিশুসাহিত্যের একটি কাল্পনিক চরিত্র। চরিত্রটির স্রষ্টা প্রখ্যাত সাহিত্যিক মতি নন্দী। কলাবতী সিরিজের উপন্যাসগুলি প্রকাশিত হয়েছিল আনন্দমেলা পত্রিকার পাতায়। কলাবতীর উপন্যাসগুলি মূলত খেলাধূলা বিষয়ক, তার সঙ্গেই মিশে আছে রহস্য।
চরিত্রচিত্রণ
কলাবতীর পুরো নাম কলাবতী সিংহ।[1] তার যখন মাত্র দু'বছর বয়স তখন তার মা মারা যান এবং তার বাবা দিব্যশেখর সন্ন্যাস নিয়ে গৃহত্যাগী হন। পুনেয় মাসির কাছে দশবছর থেকে কলাবতী তাদের পৈতৃক বাড়িতে দাদু রাজশেখর ও কাকা সত্যশেখরের কাছে ফিরে আসে এবং কাঁকুড়গাছি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়াশোনা শুরু করে। সে ভালো ক্রিকেট খেলে, বাংলার জাতীয় দলের হয়েও খেলেছে। কলাবতী প্রধানত উইকেটকিপার।[2] তার শখ বড় হয়ে ক্রীড়া সাংবাদিক হওয়ার। ডানপিটে এই মেয়েটির অ্যাডভেঞ্চারের নানা কাহিনীই মতি নন্দী তুলে ধরেছেন কলাবতী সিরিজের উপন্যাসগুলিতে।
উপন্যাসের তালিকা[3]
কলাবতীকে নিয়ে মতি নন্দী সম্ভবত মোট নয়টি উপন্যাস লিখেছেন। সেগুলি হল-
তথ্যসূত্র
- নন্দী, মতি (২০১২)। কলাবতী সমগ্র। কলকাতা: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। আইএসবিএন 9789350401026।
- সচলায়তন: মতি নন্দীর মানুষেরা- সুহান রিজওয়ান, তারিখ:০১-০৬-২০১৩
- "রকমারি আড্ডা::কলাবতীর সঙ্গে কিছুক্ষণ- সহেলী চট্টোপাধ্যায়; ম্যাজিক ল্যাম্প"। www.magiclamp.net.in। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭।