নজাবত আলী খান

সাঈদ নাজাবুত আলী খান বাহাদুর, জন্মনাম মীর ফুলওয়ারী (১৭৪৯ - মার্চ ১০, ১৭৭০) যিনি ১৭৬৬ সালে তার বড় ভাই নবাব নাজিম নাজিমুদ্দীন আলী খানের মৃত্যুর পর বাংলা-বিহার-উড়িষ্যার নবাব হিসেবে সিংহাসনে আরোহন করেন। নাজাবুত আলী খান, সাইফ উদ-দৌলা নামেই বেশি পরিচিত।

নাজাবুত আলী খান বাহাদুর
সাইফ-উল-মুলুক (দেশের তরবারি)
সুজা-উদ-দৌলা (রাষ্ট্রের নায়ক)
শহমত জং (যুদ্ধের তীর)
বাংলা-বিহার-উড়িষ্যার নবাব নাজিম (বাংলার নবাব)
রাজত্বকাল১৭৬৬–১৭৭০
রাজ্যাভিষেকমে ২২, ১৭৬৬ (১৭ বছর বয়স), তার ভাই নাজিম উদ্দিন আলী খান-এর মৃত্যুর পরপরই
সাইফ উদ-দৌলা
উপাধিবাংলা-বিহার-উড়িষ্যার নবাব নাজিম (বাংলার নবাব)
জন্ম১৭৪৯
মৃত্যুমার্চ ১০, ১৭৭০
মৃত্যুস্থানমুর্শিদাবাদ
সমাধিস্থলজাফরগঞ্জ সমাধিক্ষেত্র
পূর্বসূরিনাজিম উদ্দিন আলী খান
উত্তরসূরিআশরাফ আলি খান (নবাব)
রাজবংশনাজাফি
পিতামীরজাফর
মাতামুন্নী বেগম
ধর্মবিশ্বাসশিয়া ইসলাম

তিনি ছিলেন মুন্নী বেগম ও মীর জাফরের তৃতীয় পুত্র। সিংহাসনে আরোহনের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। তিনি তার মায়ের তত্ত্বাবধানে সিংহাসন ত্যাগ করেন এবং ১০ই মার্চ ১৭৭০ সালে গুটিবসন্তে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জীবন

প্ররম্ভিক জীবন

নাজিমুদ্দিন আলী খানের মৃত্যুর পর নাজাবুত আলী খানের সিংহাসনে আরোহনের সময় বয়স ছিল মাত্র ১৭ বছর এবং তিনি তার মাতা মুন্নী বেগমের তত্ত্বাবধানে রাজ্য পরিচালনা করতেন। ১৭৬৬ সালের ১৯শে মে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি চুক্তি মতে তাকে মওকুফ ৪১,৮৬,১৩১ ও ৯ আনা (১=১২ আনা), মানে ১৭,৭৮,৮৫৪ ও এক আনা নবাবের পরিবার এর জন্য এবং ২৪,০৭,২৭৭ ও ৮ আনা নিজামতের সমর্থনের জন্য দিয়েছিল।

আরও দেখুন

টীকা

নজাবত আলী খান
জন্ম: ১৭৪৯ মৃত্যু: মার্চ ১০, ১৭৭০
পূর্বসূরী
নাজিম উদ্দিন আলী খান
বাংলার নবাব
১৭৬৬–১৭৭০
উত্তরসূরী
আশরাফ আলী খান
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.