জাইন উদ্দিন আলী খান

জাইন উদ্দিন আলী খান (মৃত্যুঃ আগস্ট ৬, ১৮২১) যিনি আলী জা নামেই বেশি পরিচিত; ছিলেন বাংলা বিহারওড়িশার নবাব। তিনি ২৮শে এপ্রিল ১৮১০ সালে তার পিতা বাবর আলী খানের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন।[1]

জাইন উদ্দিন আলী খান
বাংলা বিহারওড়িশার নওয়াব নাজিম (বাংলার নবাবগণ)
সুজা উল-মুলুক (দেশের নায়ক)
মুবারক উদ-দৌলা (রাষ্ট্রের শুভাকাঙ্খী)
আলী জা (সর্বোচ্চ র‌্যাংঙ্কিং কমকর্তা)
ফিরোজ জং (যুদ্ধের বিজয়ী)
নওয়াব নাজিম জাইন উদ্দিন আলী খান
রাজত্বকাল১৮১০ - ১৮২১
রাজ্যাভিষেকজুন ৫, ১৮১০
মৃত্যুআগস্ট ৬, ১৮২১
পূর্বসূরিবাবর আলী খান
উত্তরসূরিআহমেদ আলী খান
সন্তানাদিতিন মেয়ে
রাজবংশনাজাফী
পিতাবাবর আলী খান
মাতাবাবু বেগম
ধর্মবিশ্বাসইসলাম

তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী হিসেবে তার সৎ-ভাই আহমেদ আলী খান সিংহাসনে বসেন।

জীবনী

জাইন উদ্দিন ছিলেন বাবর আলী খান ও বাবু বেগমের জ্যেষ্ঠপুত্র। ১৮১০ সালের ৫ই জুন তার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। ১৮২১ সালের ৬ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন, তবে মৃত্যুর সময় তিনি তিনটি কন্যাসন্তান রেখে যান। কোন পুত্রসন্তান না থাকায় তার মৃত্যুর পর তার সৎ-ভাই আহমেদ আলী খান সিংহাসনে আরোহণ করেন।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

জাইন উদ্দিন আলী খান
জন্ম: (অজানা) মৃত্যু: আগস্ট ৬, ১৮২১
পূর্বসূরী
বাবর আলী খান
বাংলার নাবাব
১৮১০ - ১৮২১
উত্তরসূরী
আহমেদ আলী খান
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.