দিগন্ত টেলিভিশন
দিগন্ত টেলিভিশন বাংলাদেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল। এটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। এটি ২৮ আগস্ট, ২০০৮-এ বাংলাদেশ ব্রডকাস্ট এর আওতায় পূর্ণ-প্রচার শুরু করে। এম এ রহমান এর মালিকানাধীন দিগন্ত মিডিয়া কর্পরেশন একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি এছাড়াও দৈনিক নয়া দিগন্ত নামে একটি দৈনিক পত্রিকা রয়েছে এই প্রতিষ্ঠানের। এটিতে সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয়।[1]
দিগন্ত টেলিভিশন | |
---|---|
![]() | |
উদ্বোধন | ২৮ আগস্ট, ২০০৮ |
মালিকানা | দিগন্ত মিডিয়া কর্পরেশন |
স্লোগান | সত্য ও সুন্দরের পক্ষে |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | বাংলাদেশ |
প্রধান কার্যালয় | ১৬৬ সৈয়দ নজরুল ইসলাম সারণী,আল রাজি কমপ্লেক্স, পুরানা পাল্টান, ঢাকা-১০০০, বাংলাদেশ |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | দৈনিক নয়া দিগন্ত |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ |
দিগন্ত টেলিভিশন ২০১২ সালে বিশ্বজুড়ে তাদের অনুষ্ঠানগুলো সম্প্রচারের লক্ষ্যে সরাসরি-অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে প্রচার শুরু করে।
বন্ধ
মে ৬, ২০১৩ সালের স্থানীয় সময় ৪.২০-এর দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সরকারী নির্দেশে চ্যানেলটি বন্ধ করে দেয়।[2]
আরও দেখুন
তথ্যসূত্র
- www.digantatv.com, Official Website
- "Diganta, Islamic TV taken off air"। bdnews24.com। ৬ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.