তুরস্কের ভূগোল

তুরস্ক দক্ষিণ-পশ্চিম এশিয়ার আনাতোলিয়া উপদ্বীপের সম্পূর্ণ অংশ এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তের অংশবিশেষ নিয়ে গঠিত। ফলে ভৌগলিকভাবে দেশটি একই সাথে ইউরোপ ও এশিয়ার অন্তর্ভুক্ত। আলাতোলীয় অংশটি তুরস্কের প্রায় ৯৭% আয়তন গঠন করেছে। এটি মূলত একটি পর্বতবেষ্টিত উচ্চ মালভূমি। আনাতোলিয়ার উপকূলীয় এলাকায় সমভূমি দেখতে পাওয়া যায়। তুরস্কের দক্ষিণ-ইউরোপীয় অংশটি ত্রাকিয়া নামে পরিচিত; এটি আয়তনে তুরস্কের মাত্র ৩% হলেও এখানে তুরস্কের ১০% জনগণ বাস করে। এখানেই তুরস্ক ও গোটা ইউরোপের সবচেয়ে জনবহুল শহর ইস্তানবুল অবস্থিত (জনসংখ্যা প্রায় ১ কোটি ১৩ লক্ষ)। ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্তকারী বসফরাস প্রণালী, মর্মর সাগর ও দার্দানেল প্রণালী ত্রাকিয়া ও আনাতোলিয়াকে পৃথক করেছে।

তুরস্ক ভূগোল
মহাদেশইউরোপএশিয়া
অঞ্চলদক্ষিণ ইউরোপপশ্চিম এশিয়া
স্থানাংক৩৯°০০′ উত্তর ৩৫°০০′ পূর্ব
আয়তন৭,৮০,৫৮০ কিমি (৩,০১,৩৮০ মা)৩৭তম
98% ভূমি
2 % জল
উপকূলরেখা৭,২০০ কিমি (৪,৫০০ মা)
সীমানাস্থলসীমান্ত: ২,৬৪৮ কিমি
আর্মেনিয়া ২৬৮ কিমি, আজারবাইজান কিমি, বুলগেরিয়া ২৪০ কিমি, জর্জিয়া ২৫২ কিমি, গ্রিস ২০৬ কিমি, ইরান ৪৯৯ কিমি, ইরাক ৩৫২ কিমি, সিরিয়া ৮২২ কিমি
সর্বোচ্চ বিন্দুআরারাত পর্বত
৫,১৬৬ মি
সর্বনিম্ন বিন্দুভূমধ্যসাগর
 মি
দীর্ঘতম নদীকিজি নদী
১,৩৫০ কিমি
বৃহত্তম হ্রদভান হ্রদ
৩,৭৫৫ বর্গকিমি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.