লাটভিয়ার ভূগোল

লাটভিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। দেশটির ৯৮% অংশ ২০০ মিটার উচ্চতার নিচে অবস্থিত। লাটভিয়াতে ১২ হাজারের মত নদী ও প্রায় ৩ হাজার হ্রদ আছে। দেশের ৪২% বনে আবৃত, যার বেশির ভাগই পাইন অরণ্য। লাটভিয়া মূলত বৃহত্তর পূর্ব ইউরোপীয় সমভূমির একতি অংশ। দেশের প্রায় ৭৫% ঢেউ খেলানো সমতল ভূমি। অবশ্য মাত্র ২৫% এলাকা কৃষিকাজের উপযোগী। বাল্টিক সাগরের তীরে লাটভিয়ার রয়েছে ৫৩১ কিলোমিটার দীর্ঘ বালুময় তটরেখা।

২০০৩-এর মার্চে তোলা লাটভিয়ার উপগ্রহ চিত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.