ডুমুরিয়া ইউনিয়ন, ডুমুরিয়া

একনজরে

  • নাম – ১১নং ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ।
  • আয়তন – ১৮.৭১ (বর্গ কিঃ মিঃ)
  • লোকসংখ্যা – ২৯২০৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
  • গ্রামের সংখ্যা – ০৯ টি।
  • মৌজার সংখ্যা – ০৯ টি।
  • হাট/বাজার সংখ্যা -০২ টি।
  • উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম -ভ্যান/রিক্সা।
  • শিক্ষার হার –৫২.৬%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
    • সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,
    • উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,(১টি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৩টি বে-সরকারি উচ্চ বিদ্যালয়)
    • মাদ্রাসা- ০৫টি।
  • দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোল্যা মোশাররফ হোসেন মফিজ
  • গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২টি। (সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসা এবং জোয়ার্দ্দার বাড়ি জামে মসজিদ)
  • গ্রাম সমূহের নাম – গোলনা হাজিডাংগা খলশী খাজুরা সাজিয়াড়া, মির্জাপুর, আরাজি ডুমুরিয়া আরাজি সাজিয়াড়া ডুমুরিয়া।

নদনদী

শিক্ষাপ্রতিষ্ঠান

  • ডুমুরিয়া মহাবিদ্যালয়
  • ডুমুরিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়[3]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.