টুয়া
টুয়া (বৈজ্ঞানিক নাম: Junonia orithya (Linnaeus))[1] এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি যার শরীর ও ডানা কালচে এবং উজ্জ্বল নীলাভ রঙের এবং এদের পিছনের ডানায় কমলা এবং হলুদ ব্ররনের চোখ দেখা যায়। [2] এরা ‘নিমফ্যালিডি’ গোত্রের সদস্য।
টুয়া Junonia orithya | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Nymphalidae |
গণ: | Junonia |
প্রজাতি: | J. orithya |
দ্বিপদী নাম | |
Junonia orithya (Linnaeus, 1758) | |
প্রতিশব্দ | |
|
উপপ্রজাতি
- Junonia orithya albicincta Butler, 1875 (northern Australia, Cape York to Brisbane)
- Junonia orithya baweana Fruhstorfer, 1906 (Bawean)
- Junonia orithya celebensis Staudinger, [1888] (Sulawesi, Muna)
- Junonia orithya eutychia (Fruhstorfer, 1912) (Timor, Wetar, Babar, Kissar)
- Junonia orithya hainanensis (Fruhstorfer, 1912) (Hainan)
- Junonia orithya here Lang, 1884 (Saudi Arabia, Yemen)
- Junonia orithya kontinentalis Martin, 1920 (Sulawesi)
- Junonia orithya kuehni Fruhstorfer, 1904 (Lesser Sunda Islands, Kalao, Tukangbesi)
- Junonia orithya leucasia (Fruhstorfer, 1912) (Philippines)
- Junonia orithya madagascariensis Guenée, 1865 (Sub-Saharan Africa)
- Junonia orithya marcella (Hulstaert, 1923) (New Guinea)
- Junonia orithya metion Fruhstorfer, 1905 (Borneo)
- Junonia orithya mevaria Fruhstorfer, 1904 (Lombok)
- Junonia orithya minagara Fruhstorfer, 1904 (Java, Bali, Komodo Islands)
- Junonia orithya minusculus Fruhstorfer, 1906 (Sumba)
- Junonia orithya neopommerana Ribbe, 1898 (New Britain)
- Junonia orithya novaeguineae Hagen, 1897 (New Guinea to Papua)
- Junonia orithya ocyale Hübner, [1819] (India to southern Burma and southern Yunnan)
- Junonia orithya orithya (Oriental region)
- Junonia orithya orthosia (Godart, [1824]) (Ambon, Serang, Saparua, Sula Islands, Maluku)
- Junonia orithya palea (Fruhstorfer, 1912) (Tanimbar)
- Junonia orithya patenas (Fruhstorfer, 1912) (Sri Lanka)
- Junonia orithya saleyra (Fruhstorfer, 1912) (Salayar)
- Junonia orithya sumatrana Fruhstorfer, 1906 (Sumatra)
- Junonia orithya swinhoei Butler, 1885 (Burma)
- Junonia orithya wallacei Distant, 1883 (Thailand, Peninsular Malaya, Singapore)
ভারতে প্রাপ্ত উপপ্রজাতি
ভারতে প্রাপ্ত টুয়ার উপপ্রজাতিসমূহ হল- [3]
- Junonia orithya swinhoei Butler, 1885 – Pale Blue Pansy
- Junonia orithya ocyale Hübner, 1816 – Dark Blue Pansy
আকার
টুয়া এর প্রসারিত ডানার আকার ৪০-৬০ মিলিমিটার।[4] সাধারণত এরা বসার সময় ডানাগুলিকে ১৩০-১৪০ ডিগ্রী কৌনিক অবস্থানে রাখে।
বিস্তার
এরা প্রধানত সমভূমির প্রজাপতি। কিন্তু সাধারনত সারা ভারতেই এদের দেখা পাওয়া যায়। অনতিউচ্চ পাহাড়ি এলাকায় সাধারনত এদের দেখা যায়। কিন্তু কখনো কখনো এদের ৯০০০ ফুট উচ্চতাতেও দেখতে পাওয়া যায়। সিকিম হিমালায়ে ৬৫০০ ফুট উচ্চতায় অনেক সময় দেখা যায় এদের। ভারত ছাড়াও শ্রীলঙ্কা,নেপাল,মায়ানমার,এশিয়া মাইনর থেকে জাপান,আফ্রিকা,মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় এদের দেখতে পাওয়া যায়।
বর্ণনা
এদের পিছনের ডানার পৃষ্ঠভাগ উজ্জ্বল নীল বর্ণের। পিছনের ডানার শেষে এবং সামনের ডানার সামনে থেকে প্রায় এক-ত্তৃতীয়াংশ গাঢ় কালো। সামনের ডানার শীর্ষ খয়রি রঙের হয়। এর উপর আবার দুটো সাদা পটি থাকে।সামনের ও পিছনের উভয় ডানা জোড়াতেই দুটো করে চোখ থাকে এবং পার্শ্বপ্রান্তে খয়রি পাড় থাকে। ডানার নীচের পিঠের রঙ ম্যাটমেটে,ধুসর ও খয়রি মেশানো।
আচরণ
এদের উড়ান বেশ দুর্বল কিন্তু চঞ্চল ওড়ার ভঙ্গি তবে অনেকক্ষণ একটানা ওড়ে না। টুয়াদের বিকালের দিকে মাটিতে বসে বিশ্রাম করে।[5]
বৈশিষ্ট্য
ডিম
শূককীট
আহার্য উদ্ভিদ
এই শূককীট Hygrophila auriculata কুলেখাড়া,Justicia procumbens,Sida rhombifolia,Mimosa pudica[4] ইত্যাদি গাছের পাতার রসালো অংশ আহার করে।
মূককীট
চিত্রশালা
তথ্যসূত্র
- দাশগুপ্ত, যুধাজিৎ (২০০৬)। পশ্চিমবঙ্গের প্রজাপ্রতি (১ম সংস্করণ সংস্করণ)। কলকাতা: আনন্দ। আইএসবিএন 81-7756-558-3।
- Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies।
- "Junonia orithya Linnaeus, 1758 – Blue Pansy"। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৬।
- A Pictorial Guide Butterflies of Gorumara National Park (1st সংস্করণ)। Jalpaiguri, West Bengal: Department of Forests Government of West Bengal। মার্চ ২০১৩। পৃষ্ঠা 256।
- বসু রায়, অর্জন; বৈদ্য, সারিকা; রায়, লিপিকা। সুন্দরবনের কিছু পরিচিত প্রজাপতি (1st সংস্করণ)। সুন্দরবন জীবপরিমণ্ডল। পৃষ্ঠা 98।