ছিটমউল
ছিটমউল[1] (বৈজ্ঞানিক নাম: Parantica sita (Kollar)) যার শরীর ও ডানা লালচে বাদামি রঙের এবং এরা মাঝারি আকারের প্রজাপতি। এরা ‘নিমফ্যালিডি’ পরিবারের সদস্য এবং 'ডানায়িনি' উপগোত্রের অন্তর্ভুক্ত।
ছিটমউল (Chestnut Tiger) | |
---|---|
![]() | |
ডানা বন্ধ অবস্থায় | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Nymphalidae |
গণ: | Parantica |
প্রজাতি: | P. sita |
দ্বিপদী নাম | |
Parantica sita (Kollar, 1844) | |
আকার
ছিটমউলের প্রসারিত অবস্থায় ডানার আকার ৭৫-৮০মিলিমিটার দৈর্ঘের হয়।
উপপ্রজাতি
ভারতে প্রাপ্ত ছিটমউল এর উপপ্রজাতি হল- [2]
- Parantica sita sita Kollar, 1844 – Himalayan Chestnut Tiger
বিস্তার
সাধারণত এই জাতীয় প্রজাপতিটি হিমালয়ে প্রচুর পরিমানে দেখা যায়, কাশ্মীর এবং কুমায়ুন অঞ্চলে ও এছাড়া নেপাল, আসাম, সিকিম, মালয়, মায়নামার এবং জাপানএও দেখা যায়।
বর্ণনা
এই প্রজাপতির উপরের পিঠ লালচে বাদামী রঙের হয়। তার ওপরে ফিকে আকাশী রঙের ছিট অ-ডোরা থাকে।
আচরণ
ছিটমউল হালকা চালে উড়তে দেখা যায় এবং এরা ভিজে মাটিতে বসে একসাথে জলপান করতেও দেখা যায়। এরা একটানা অনেকক্ষণ ফুলের ওপর বসে মধু পান করে।[3]
বৈশিষ্ট্য
ডিম
ছিটমউলের ডিমের বর্ন সাদা।[1]
শূককীট
শূককীট ধূলটে সাদা বর্ণের হয় এবং প্রতিটি দেহ খন্ডে আড়াআড়ি ভাবে কিছু দাগ দেখা যায়। দেহের ৩ এবং ১২ নং দেহের খন্ডে দু'জোড়া সরু এবং লম্বা মাংশল কর্শীকা থাকে। প্রথম জোড়া কর্শিকার দৈর্ঘ্য বড় হয়। পূর্নাংগ শূককীটগুলি মোটামুটি দেড় ইঞ্চির মতো লম্বা হয় এবং তখন এদের দেহের বর্ন হয় হাল্কা হলদেটে সবুজ এবং পিঠের উপর দুটি হলুদ রঙের সারি এবং পাশের দিকেও অনুরূপ দেখা যায়। এদের মাথা এবং মুখ কালো বর্ণের এবং ছাই রঙের ছোপ যুক্ত। পা গুলি কালো বর্ণের হয়।[4]
আহার্য উদ্ভিদ
এই শূককীট Marsdenia roylei,মরিচা ফুল (Asclepias curassavica), Cynanchum caudatum, C. grandifolium, C. sublanceolatum, Hoya carnosa, Marsdenia tinctoria, Marsdenia tomentosa, Metaplexis spp., Tylophora aristolochioides, Tylophora floribunda, Tylophora japonica, Tylophora ovata, Tylophora tanakaeগাছের কচি পাতার রসালো অংশ আহার করে।[5]
মূককীট
মূককীট এর বর্ন ফ্যাকাশে পান্না সবুজ এবং তাতে সোনালি ঘেঁষা হলুদ রঙের দাগ দেখা যায়।[4]
জীবনচক্রের চিত্রশালা
তথ্যসূত্র
- Dāśagupta, Yudhājit̲̲̲̲̲̲a (২০০৬)। Paścimabaṅgera prajāpati (1. saṃskaraṇa. সংস্করণ)। Kalakātā: Ānanda। পৃষ্ঠা ১১৪। আইএসবিএন 81-7756-558-3।
- "Parantica sita Kollar, 1844 – Chestnut Tiger"। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬।
- Bingham, C. T. 1907. Fauna of British India. Butterflies. Volume 2
- Bingham, C.T. (১৯০৫)। The Fauna of British India, Including Ceylon and Burma Butterflies। 1 (1st সংস্করণ)। London: Taylor & Francis।
- Markku Savela. Butterflies of the world
গ্যালারি
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ছিটমউল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
![]() |
উইকিপ্রজাতিতে-এ বিষয় সম্পর্কিত তথ্যে রয়েছে: Parantica sita |