রয়াল (প্রজাপতি)

রয়াল (বৈজ্ঞানিক নাম: Junonia hierta (Fabricius)) এক প্রজাতির হলুদ-কালো প্রজাপতি। এরা ‘নিমফ্যালিডি’ গোত্রের অন্তর্ভুক্ত এবং সমগ্র এশিয়া মহাদেশ জুড়েই এর বিস্তার। উন্মুক্ত তৃণক্ষেত্র এবং লতাগুল্মের জঙ্গলে বিশেষভাবে এদের দেখা পাওয়া যায়। এদের ওড়ার ছন্দ চঞ্চল এবং এদের সাধারণত মাটির কাছাকাছি উড়তে দেখা যায়। গ্রামাঞ্চলে বিশেষভাবে এদের দেখা পাওয়া যায়।

রয়াল
Yellow pansy
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Nymphalidae
গণ: Junonia
প্রজাতি: J. hierta
দ্বিপদী নাম
Junonia hierta
(Fabricius, ১৭৯৮)[1]
প্রতিশব্দ
  • Precis hierta
  • Papilio hierta Fabricius, ১৭৯৮
  • Papilio lintingensis Osbeck, ১৭৬৫
  • Junonia cebrene Trimen, ১৮৭০
  • Precis oenone var. cebrene ab. demaculata Neustetter, ১৯১৬
  • Precis oenone var. sudanica Schultze, ১৯২০
  • Junonia oenone f. aeolus Stoneham, ১৯৬৫
  • Junonia oenone f. conjuncta Stoneham, ১৯৬৫
  • Junonia paris Trimen & Bowker, ১৮৮৭

উপপ্রজাতি

  • Junonia hierta hierta (Fabricius, 1798) (S. Yunnan)
  • Junonia hierta cebrene Trimen, 1870 (Africa-drier parts, Arabia)
  • Junonia hierta paris Trimen, 1887 (Madagascar)
  • Junonia hierta magna (Evans, 1926) (Sikkim) [2]

ভারতে প্রাপ্ত রয়াল এর উপপ্রজাতি হল- [3]

  • Junonia hierta hierta Fabricius, 1798 – Oriental Yellow Pansy

আকার

রয়াল প্রজাপতিদের প্রসারিত অবস্থায় ডানার আকার ৪৫-৫৫ মিলিমিটার হয়[4]

বর্ণনা

হলুদ-কালো রঙের প্রজাপতিদের ডানার বাইরের দিকের অংশ চওড়া নীল এবং প্রায় গোলাকার হয়। নীচের হলুদ অংশে দুটি কালো ফুটকি থাকে। [5] উপরের ডানার প্রান্তভাগ কালো ও হলুদের মাঝেও প্রান্ত থেকে কালো কিছুটা অংশ ঢুকে এসেছে। নীচের দিকের কালো অংশের গা ঘেঁষে কালো বলয় দেখা যায় এবং এখানে মাঝখানে নীল ফুটকি থাকে। চোখের রঙ এবং অ্যান্টেনা হয় কালচে।

বিস্তার

সুন্দরবনের গ্রামাঞ্চল এবং জয়ন্তী নদীর চরে এদের দেখা পাওয়া যায়।

আচরণ

এদের ওড়ার ছন্দ বেশ চঞ্চল এবং এরা মাটির কাছাকাছি উড়তে পছন্দ করে। পুরুষ রয়াল প্রজাপতিদের ভিজে মাটিতে জলপান করতে এবং ফুলের মধু খেতে সাধারণত দেখা যায়। এরা অতিমাত্রায় সক্রিয় এবং একটি বিশেষ বিচরন ক্ষেত্রের মধ্যে সীমাবব্ধ থাকতে ভালোবাসে।[6]

চিত্রশালা

তথ্যসূত্র

  1. Junonia (ইংরেজি), Site of Markku Savela
  2. Biolib
  3. "Junonia hierta Fabricius, 1798 – Yellow Pansy"। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬
  4. বসু রায়, অর্জন; বৈদ্য, সারিকা; রায়, লিপিকা। সুন্দরবনের কিছু পরিচিত প্রজাপতি (মার্চ ২০১৪ সংস্করণ)। সুন্দরবন জীবপরিমণ্ডল। পৃষ্ঠা ৯৯।
  5. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা 111।
  6. A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা ২৬০।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.