চিত্রা এক্সপ্রেস

চিত্রা এক্সপ্রেস (ট্রেন নং ৭৬৩/৭৬৪) হলো ঢাকা-খুলনা পথে চলাচলকারী আন্তনগর এক্সপ্রেস ট্রেন। চিত্রা ট্রেনটি ব্রডগেজ বগিতে ঢাকা থেকে খুলনা পথে চলাচল করে। ট্রেনটিতে মোট ১২টি বগি এবং আসনসংখ্যা ৮৮১টি। ট্রেনটিতে দুটি করে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কেবিন ও এসি চেয়ার কামরা আছে। বিভিন্ন দিবসে ( বিশেষ করে দুই ঈদে) ট্রেনটিতে অতিরিক্ত বগি সংযোজন করা হয়।

চিত্রা এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর
প্রথম পরিষেবা০৭ অক্টোবর, ২০০৭ (07 October, 2007)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল
যাত্রাপথ
শুরুঢাকা
শেষখুলনা
ভ্রমণ দূরত্ব৪৪৯ কিমি (২৭৯ মা)
পরিষেবার হারদৈনিক
রেল নং৭৬৩/৭৬৪
যাত্রাপথের সেবা
শ্রেণীস্নিগ্ধা, তাপানুকূল চেয়ার এবং শোভন চেয়ার
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,৬৭৬ mm (5 ft 6 in)
পরিচালন গতি৯০-৯৪ কি.মি / ঘন্টা ( সর্বোচ্চ)
খুলনা ঢাকা রেলপথ
ট্র্যাক গজ: ব্রডগেজ ১৬৭৬mm
ঢাকা
টঙ্গী
ভৈরব বাজারএর দিকে
জয়দেবপুর
ময়মনসিংহএর দিকে
টাঙ্গাইল
জামালপুরএর দিকে
যমুনা সেতু
সিরাজগঞ্জ বাজারএর দিকে
জামতৈল
বড়াল ব্রিজ
পাবনাএর দিকে
মাঝগ্রাম
আব্দুলপুরrএর দিকে
ঈশ্বরদী
হার্ডিঞ্জ ব্রিজ
পোড়াদহ
গোয়ালন্দ ঘাটএর দিকে
আলমডাঙ্গা
চুয়াডাঙ্গা
দর্শনাএর দিকে
দর্শনা হল্ট
কোটচাঁদপুর
বেনাপোলএর দিকে
যশোর
ফুলতলা
মংলাএর দিকে
খুলনা

নামের উৎস

দর্শনার নিম্নস্থল থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত চিত্রা নদীর নামানুসারে এর নামকরণ করা হয়।

সময় সূচি

ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭:০০ মিনিটে এবং খুলনা থেকে ছাড়ে সকাল ৮:৩০ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন সোমবার।

যাত্রা বিরতীর স্থান

খুলনা- নওয়াপড়া- যশোর- কোটচাঁদপুর- দর্শনা হল্ট- চুয়াডাঙ্গা- আলমডাঙ্গা- পোড়াদহ- মিরপুর- ভেড়ামারা- ঈশ্বরদী জংশন- চাটমোহর- বড়ালব্রীজ- উল্লাপাড়া- শহীদ এম মনসুর আলী- বঙ্গবন্ধু সেতু পূর্ব- টাঙ্গাইল- মির্জাপুর- জয়দেবপুর- বিমানবন্দর- কমলাপুর

আরও দেখুন

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.