গ্যাবন

গাবন (ফরাসি: Gabon গাবোঁ), সরকারী নাম গাবোনীয় প্রজাতন্ত্র (ফরাসি: République Gabonaise রেপ্যুব্‌লিক গাবোনেজ়) মধ্য আফ্রিকার পশ্চিমভাগের একটি রাষ্ট্র। এর উত্তর-পশ্চিমে বিষুবীয় গিনি, উত্তরে ক্যামেরুন, পূর্বে ও দক্ষিণে কঙ্গো প্রজাতন্ত্র, এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর। গাবনের আয়তন ২৬৭,৬৬৭ বর্গকিমি। লিব্রভিল দেশের রাজধানী ও বৃহত্তম শহর।

গাবোনীয় প্রজাতন্ত্র
République Gabonaise
পতাকা জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় সঙ্গীত: La Concorde
লা কোনকোরদ
 গ্যাবন-এর অবস্থান (dark blue)

 Africa-এ (light blue & dark grey)
 the African Union-এ (light blue)

 গ্যাবন-এর অবস্থান (dark blue)

 Africa-এ (light blue & dark grey)
 the African Union-এ (light blue)

রাজধানী
এবং বৃহত্তম নগরী
লিব্রভিল
০°২৩′ উত্তর ৯°২৭′ পূর্ব
সরকারি ভাষা ফরাসি
জাতীয়তাসূচক বিশেষণ গাবনেস
সরকার প্রজাতন্ত্র
   রাষ্ট্রপতি আলি বঙ্গো অন্দিমবা
   প্রধানমন্ত্রী Paul Biyoghé Mba
স্বাধীনতা
   ফ্রান্স থেকে ১৭ই আগষ্ট ১৯৬০ 
   মোট ২,৬৭,৬৬৭ কিমি (76th)
১,০৩,৩৪৭ বর্গ মাইল
   জল/পানি (%) 3.76%
জনসংখ্যা
   2016 আনুমানিক 1,979,786[1]
   ঘনত্ব 5.5/কিমি (216th)
১৪.৩/বর্গ মাইল
মোট দেশজ উৎপাদন
(ক্রয়ক্ষমতা সমতা)
2016 আনুমানিক
   মোট $36.218 billion[2]
   মাথা পিছু $19,252[2]
মোট দেশজ উৎপাদন (নামমাত্র) 2016 আনুমানিক
   মোট $14.563 billion[2]
   মাথা পিছু $7,741[2]
জিনি সহগ (2005)41.5[3]
মাধ্যম
মানব উন্নয়ন সূচক (2015) 0.697[4]
মধ্যম · 109th
মুদ্রা সিএফএ ফ্রাংক (XAF)
সময় অঞ্চল WAT (ইউটিসি+১)
   গ্রীষ্মকালীন (ডিএসটি) পর্যবেক্ষণ করা হয়নি (ইউটিসি+১)
কলিং কোড ২৪১
ইন্টারনেট টিএলডি .জিএ

গাবন ১৯৬০ সালের ১৭ই আগস্ট ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর থেকে আজ পর্যন্ত মাত্র দুইজন স্বৈরশাসক দেশটি শাসন করেছেন। ১৯৯০-এর দশকের শুরুতে বহুদলীয় ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং নতুন গণতান্ত্রিক সংবিধান পাস করা হয়। গাবনের জনসংখ্যা কম (২০ লক্ষ)। এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে এবং অনেক বিদেশী বিনিয়োগও ঘটেছে। এর ফলে গাবন আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ দেশগুলির একটি এবং এর মানব উন্নয়ন সূচক আফ্রিকার দেশগুলির মধ্যে শীর্ষে।

তথ্যসূত্র

  1. "World Development Indicators, 2016"। WB।
  2. "Gabon"। International Monetary Fund।
  3. "GINI index"। World Bank। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬
  4. "2016 Human Development Report" (PDF)। United Nations Development Programme। ২০১৬। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৭

বহিঃসংযোগ

সরকারী
পর্যটন
সাধারণ তথ্য
সংবাদ মিডিয়া
সাংস্কৃতিক
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.