এম এইচ খান
রিয়ার অ্যাডমিরাল এম এইচ খান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান। (১ ফেব্রুয়ারি ১৯৩২ - ১৩ অক্টোবর ২০১৮) ১৯৭৩ সালের ৭ নভেম্বর থেকে ১৯৭৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন।
এম এইচ খান | |
---|---|
![]() | |
স্থানীয় নাম | মোশাররফ হোসেন খান |
জন্ম | ১ ফেব্রুয়ারি ১৯৩২ |
মৃত্যু | ১৩ অক্টোবর ২০১৮ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) |
আনুগত্য | ![]() ![]() |
সার্ভিস/শাখা | বাংলাদেশ নৌবাহিনী |
কার্যকাল | ৭ নভেম্বর ১৯৭৩ - ৩ নভেম্বর ১৯৭৯ (বাংলাদেশ নৌবাহিনীর প্রধান) |
পদমর্যাদা | রিয়ার অ্যাডমিরাল |
নেতৃত্বসমূহ | বাংলাদেশ নৌবাহিনীর প্রধান |
জন্ম ও প্রাথমিক জীবন
রিয়ার এডমিরাল এম এইচ খান ১৯৩২ সালের ১ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। ১৯৫৪ সালের ১ জানুয়ারিতে তিনি নৌবাহিনীতে যোগ দেন। [1]
নৌবাহিনী জীবন
রিয়ার অ্যাডমিরাল এম এইচ খান (মুশাররফ হোসেন খান) বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান। ১৯৭৩ সালের ৭ নভেম্বর থেকে ১৯৭৯ সালের ৩ নভেম্বর পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। তার দায়িত্বের সময় ১৯৭৪ সালের ১০ জানুয়ারি সরকার বাংলাদেশ নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ঈসা খানকে কমিশনিং এবং নৌবাহিনীকে ‘নেভাল এনসাইন’ প্রদান করেন। [2][3] ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত জিয়াউর রহমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর দ্বিতীয় প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ গোলাম তাওয়াবের সাথে চীফ মার্শাল ল' এডমিনিস্ট্রেটর হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধানের দ্বায়িত্ব পালন করেন। [4][5][6] তাছাড়া নৌ সদর দপ্তর প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীনতা পরবতীর্ সময়ে বাংলাদেশে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ার সূত্রপাত তার সময়ে শুরু হয়। [7]
পারিবারিক জীবন
মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সন্তান এবং স্ত্রীসহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। [8]
মৃত্যু
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোশাররফ হোসেন খান (এম এইচ খান) শনিবার ১৩ অক্টোবর ২০১৮ সকালে ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একদিন পর সোমবার ঢাকা সেনানিবাসের বানৌজা হাজী মহসীনে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাংলামোটরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। [9]
তথ্যসূত্র
- "সাবেক নৌপ্রধান এম এইচ খান আর নেই | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
- "সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এইচ খানের ইন্তেকাল | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
- "Days with Musharraf"। Indian Express। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১১।
- Pakistan horizon, Volume 29। Pakistan Institute of International Affairs। ১৯৭৬। পৃষ্ঠা 108।
- "None righted the wrong"। ২০১২-১১-০২। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-১০।
- "Ziaur Rahman: From sector commander to president"। ২০০৯-০৫-২৯। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-১০।
- "সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল এম এইচ খান আর নেই"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
- "সাবেক নৌপ্রধান এম এইচ খান আর নেই"। আমাদের সময়.কম - AmaderShomoy.com। ২০১৮-১০-১৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
- "সাবেক নৌপ্রধান এম এইচ খান মারা গেছেন | banglatribune.com"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২১।
সামরিক অফিস | ||
---|---|---|
পূর্বসূরী ক্যাপ্টেন নুরুল হক |
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান | অনুসৃত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান |