আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব

আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (আরবি: العباس بن عبد المطلب) (৫৬৮-৬৫৩) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর সবচেয়ে ছোট চাচা এবং বিশিষ্ট সাহাবা। বয়সে তিনি তার ভাতিজা মুহাম্মদ (সাঃ) থেকে মাত্র চার বছরের বড় ছিলেন। মুহাম্মদ (সাঃ) এর ১১ জন চাচাদের মাঝে হামজা এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ৬৫৩ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে মদীনায় সমাহিত করা হয়। তার পুত্র আবদুল্লাহ ইবনে আব্বাস থেকেই আব্বাসীয় খিলাফতের সূচনা হয়।[1]

আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব
জন্মআনু. ৫৬৮
মৃত্যুআনু. ৬৫৩
পরিচিতির কারণনবী মুহাম্মদ এর চাচা
দাম্পত্য সঙ্গীলুবাবা বিনতে আল হারিস
সন্তানআবদুল্লাহ ইবনে আব্বাস

তথ্যসূত্র

  1. Huston Smith, Cyril Glasse (২০০২), The new encyclopedia of Islam, Walnut Creek, CA: AltaMira Press, আইএসবিএন 0-7591-0190-6
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.