আন নাহদিয়া

আন নাহদিয়া (আরবি: النهدية)ছিলেন মুহাম্মদ (সা) এর একজন মহিলা সাহাবী। তিনি একজন মুক্ত দাসী ছিলেন। তার এই নাম তার গোত্র (নাহদ) কে নির্দেশ করে। তার ব্যক্তিগত নাম হাকিমা[1]

জীবনী

উম্মে উবাইস নামে তার এক মেয়ে ছিল।[2] তারা দুজনেই বনু আবদ আদ দার একজন মহিলার দাসী ছিলেন।[3]

নাহদিয়া ও তার মেয়ে ইসলাম গ্রহণ করার পর তারা নির্যাতনের সম্মুখীন হন। এরপরও তারা তাদের বিশ্বাসে অটল থাকেন।[4] তাদের নির্যাতন করা ব্যক্তিদের মধ্যে তাদের মনিব মহিলা[3]উমর ইবনুল খাত্তাব ছিলেন। উল্লেখ্য এসময় উমর ইসলাম গ্রহণ করেননি।[2]

প্রথম মুসলিমদের অন্যতম আবু বকর নির্যাতনের কারণে তাদের মনিবকে অভিযোগ করলে মনিব উত্তর দেয়, "আপনি তাদের বিপথগামী করেছেন, তাদের প্রতি বেশি সমবেদনা থাকলে আপনি তাদের মুক্ত করে দিতে পারেন।"[3]

আবু বকর তাদেরকে কিনে নেন মুক্ত করে দেন।[2][4]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Ismail ibn Umar ibn Kathir. Al-Sira al-Nabawiyya. Translated by Le Gassick, T. (2000). The Life of the Prophet Muhammad, vol. 4 p. 462. Reading, U.K.: Garnet Publishing.
  2. "muslimaccess"। ১১ সেপ্টেম্বর ২০০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০০৩
  3. witness-pioneer
  4. "Millennium_Biography"। ২১ এপ্রিল ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০০৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.