আইয়ুব খান (অভিনেতা)
আইয়ুব খান (জন্ম: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৫) একটি ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। টেলিভিশন ধারাবাহিক উত্তরণ (২০০৮-২০১৫) অভিনয়ের সুবাদে সুপরিচিত। তিনি অভিনেতা নাসির খান এবং বেগম পারার পুত্র।[1] তিনি অভিনেতা দিলীপ কুমারের ভাইপো, তার পিতা দিলীপ কুমারের ছোট ভাই ছিলেন।
আইয়ুব খান Ayub Khan | |
---|---|
![]() আইয়ুব খান ২০১২ সালে কালার্স এর ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস | |
জন্ম | |
কার্যকাল | ১৯৯২–বর্তমান |
পরিচিতির কারণ | উত্তরন - জোগি ঠাকুর |
দাম্পত্য সঙ্গী | নিহারিকা খান |
সন্তান | ২ |
পিতা-মাতা | নাসির খান বেগম পারা |
আত্মীয় | দিলীপ কুমার (চাচা) সায়রা বানু (চাচী) |
ব্যক্তিগত জীবন
তিনি ১৯৫০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী বেগম পারা এবং অভিনেতা নাসির খানের ঘরে হিন্দকোর আওয়ান গোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। [2]
চলচ্চিত্রের তালিকা
- দোস্তি জিন্দাবাদ (২০১৭)
- সান্তা বান্তা প্রাইভেট লিমিটেড (২০১৬) ... ভারতীয় হাই কমিশনার
- ইয়ে দুরিয়ান (২০১১) ... অভে (বিশেষ উপস্থিতি)
- তো বাত পাক্কি!] (২০১০) ... সুরিন্দর সাক্সেনা
- জামানত (২০০৯) ... সুনিল
- তিসরি আখ: দ্যা হিডেন ক্যামেরা (২০০৬) ... ইন্সপেক্টর বিক্রম
- অপহরন (২০০৫) ... কাশিনাথ
- রেবতি (২০০৫)
পুরস্কার
বছর | পুরস্কার | বিভাগ | অনুষ্ঠান |
---|---|---|---|
২০১০ | জি গোল্ড অ্যাওয়ার্ডস | সেরা পার্শ্বচরিত্রে অভিনেতা পুরুষ সমালোচক | উত্তরন |
অপ্সরা অ্যাওয়ার্ডস | একটি ড্রামা সিরিজে সেরা অভিনেতা | ||
ভারতীয় টেলি পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা পুরুষ জনপ্রিয় | ||
ইন্ডিয়ান টেলিভিশন একাডেমী অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা | ||
২০১১ | অপ্সরা অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ অভিনেতা | |
জি গোল্ড অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা পুরুষ জনপ্রিয় | ||
তথ্যসূত্র
- "Ayub Khan"। IMDb।
- "Archived copy"। ১৯ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১০।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে আইয়ুব খান (অভিনেতা) সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে Ayub Khan (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.