রুবিনা দিলাইক
রুবিনা দিলাইক হলেন একজন ভারতীয় অভিনেত্রী। তিনি ছোটি বাহু নাটকে প্রধান চরিত্র "রাধিকা"-এ অভিনয় করার মাধ্যমে পরিচিতি লাভ করেন, একই সাথে তিনি উক্ত নাটকের আরেকটি সংস্করণ ছোটি বাহু ২-এও একই চরিত্রে অভিনয় করেন। [2] ব্রিটেনের ইস্টার্ন আই পত্রিকায় তিনি এশিয়ার ৫০ আকর্ষণীয় নারীর মধ্যে ২৬ নম্বর স্থান অধিকার করেন। বর্তমানে তিনি শাক্তি - অস্তিত্ব কে এহসাস কি (হিন্দি: शक्ति - अस्तित्व के एहसास की) নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন।[3]
রুবিনা দিলাইক | |
---|---|
![]() ২০১৭ সালে রুবিনা দিলাইক | |
জন্ম | [1] | ২৬ আগস্ট ১৯৮৭
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ২০০৮- ২০১৪ / ২০১৬-বর্তমান |
আদি নিবাস | মুম্বই, ভারত |
উপাধি | মিস শিমলা (২০০৮) |
পেশা
তিনি সনি চ্যানেলে প্রচারিত সাস বিনা সাসুরাল নাটকে সিমরান "স্মাইলি" গিল চরিত্রে অভিনয় করেছেন। সেই সাথে তিনি "পুনার ভিভাহ - এক নেইই উম্মিদ" নাটকে "দিভয়া" চরিত্রে অভিনয় করেছেন।[4] তিনি লাইফ ওকেতে প্রচারিত দেভো কে দেভ... মাহাদেভ নাটকে "সিতা"র এবং সাব টিভি চ্যানেলে প্রচারিত জিনি অর জুজু নাটকে "জিনি"র চরিত্রে অভিনয় করেছেন।[5] তিনি নাচলে ভে উইথ সারোজ খান"-এ অংশগ্রহণ করেছেন।
টেলিভিশন
বছর | নাটক | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০০৮ ২০১০ |
ছোটি বাহু - সিন্দুর বিন সুহাগান | রাধিকা/ইমারতি (প্রধান চরিত্র) | জি টিভি |
২০১১ ২০১২ |
ছোটি বাহু - সাওয়ার কে রাঙ রাচি ২ | রাধিকা/কানহা/রুবি ভারাদ্বাজ (প্রধান চরিত্র) | জি টিভি |
২০১২ | সাস বিনা সাসুরাল | সিমরান "স্মাইলি" গিল | সনি টিভি |
২০১২ | নাচলে ভে উইথ সারোজ খান | স্বয়ং (প্রতিযোগী হিসেবে) | ইমাজিন টিভি |
২০১৩ | পুনার ভিভাহ - এক নেইই উম্মিদ | দিভয়া মালহোত্রা/দিভয়া রাজ জাখোটিয়া | জি টিভি |
২০১৩ | দেভো কে দেভ... মাহাদেভ | সিতা | লাইফ ওকে |
২০১৪ | জিনি অর জুজু | জিনি (প্রধান চরিত্র) | সাব টিভি |
২০১৬–বর্তমান | শাক্তি - অস্তিত্ব কে এহসাস কি | সৌমিয়া হারমান সিং (প্রধান চরিত্র) | কালারস টিভি |
পুরস্কার
বছর | পুরস্কার | বিভাগ | নাটক/বিষয় | চরিত্র | পরিণাম |
---|---|---|---|---|---|
২০১০ | জি রিশতে পুরস্কার | প্রিয় মেয়ে | ছোটি বাহু - সাওয়ার কে রাঙ রাচি ২ | রাধিকা | বিজয়ী |
২০১১ | জি রিশতে পুরস্কার | প্রিয় জুটি | ছোটি বাহু - সাওয়ার কে রাঙ রাচি ২ | দেভ এবং রাধিকা | বিজয়ী |
২০১৫ | দাদাসাহেব ফালকে পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | টেলিভিশন | সব | বিজয়ী |
তথ্যসূত্র
- "TV's 'Choti Bahu' Rubina Dilaik turns a year older!"। The Times of India। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৬।
- Sumit Jha (২১ ফেব্রু ২০১২)। "All praises for Rubina Dilaik"। The Times of India। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১২।
- "Katrina Kaif named world's sexiest Asian woman for the fourth time"। India Today। ৫ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৫।
- "Rubina Dilaik quits Punar Vivah"। The Times of India। ১৭ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৩।
- "Rubina Dilaik is back to play Sita in Mahadev"। The Times of India। ২৭ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৩।