হিতেন তেজওয়ানী

হিতেন তেজওয়ানী (হিন্দি: हितेन तेजवानी) (জন্ম: মার্চ ৫, ১৯৭৪) একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি কিঁউ কি সাস ভি কভি বহু থি, কুটুম্বপবিত্র রিস্তা টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত।

হিতেন তেজওয়ানী
হিতেন তেজওয়ানী
জন্ম (1974-03-05) ৫ মার্চ ১৯৭৪
জাতীয়তা ভারতীয়
পেশাঅভিনেতা, মডেল
কার্যকাল২০০০-বর্তমান
আদি নিবাসমুম্বই
দাম্পত্য সঙ্গীগৌরী প্রধাণ তেজওয়ানী (২০০৪-বর্তমান)
সন্তান
ওয়েবসাইটhttp://www.hiten-gauri.net/

ব্যক্তিগত জীবন

হিতেন তেজওয়ানী ১৯৭৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে ভারতের মুম্বই শহরে এক সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন।[1] ২০০৪ খ্রিষ্টাব্দের ২৯শে এপ্রিল তিনি টেলিভিশন ধারাবাহিক অভিনেত্রী গৌরি প্রধান তেজওয়ানীকে বিয়ে করেন। ২০০৯ খ্রিষ্টাব্দের ১১ই নভেম্বর তাদের নীভান ও কাত্যা নামক দুই যমজ পুত্র ও কন্যার জন্ম হয়।[2]

ধারাবাহিক

বছরঅনুষ্ঠানচরিত্র
২০০০–২০০২ঘর এক মন্দিরগৌতম
২০০১–২০০২কভি সওতন কভি সহেলিপ্রবীণ
২০০১–২০০৩কাহিনী কিসি রোজনকুল সিকন্দ
২০০১–২০০২কুটুম্বপ্রথম মিত্তাল
২০০২, ২০০৩ক্যা হাদসা ক্যা হকিকতনীতেশ
২০০৩মীটআকাশ
২০০৩–২০০৮কিঁউ কি সাস ভি কভি বহু থিকরণ বীরাণি
২০০৩কহিঁ তো হোগাপ্রথম
২০০০৩–২০০৪কুসুমবিশাল কাপুর
২০০৪–২০০৫কোই দিল মে হ্যায়সময় পুঞ্জ
২০০৫–২০০৬কেসরঅভি
২০০৫–২০০৬কাব্যাঞ্জলিযুগ মিত্তল
২০০৬ক্যায়সা ইয়ে প্যায়ার হ্যায়নিশান্ত কাপুর
২০০৬–২০০৮করম আপনা আপনাঅনুপম ভট্টচার্য্য
২০০৭–২০০৮কসৌটি জিন্দেগী কেঅনুরাগ বসু
২০০৮লেফট রাইট লেফটকর্ণেল অভয় বর্মা
২০০৮কুমকুম -এক প্যায়ারা সা বন্ধনরণবীর সিং
২০০৮কহা্নি হমারে মহাভারত কিকর্ণ
২০০৮জসুবেন জয়ন্তীলাল জোশী কি জয়েন্ট ফ্যামিলিরণিত
২০০৯কিতনি মোহব্বত হ্যায়করণ সিং
২০০৯পালামপুর এক্সপ্রেসদেব শিশোদিয়া
২০১০ছোটি বহুশান্তনু পুরোহিত
২০১০রঙ বদলতি ওড়নিআনন্দ মিত্তল
২০১১মুক্তি বন্ধনভিকি ওবেরয়
২০১১-২০১৪পবিত্র রিস্তামানব দেশমুখ
২০১২-২০১৩ক্যা হুয়া তেরা ওয়াদাযতীন চোপড়া
২০১৩সংস্কার - ধরওয়ার আপনো কিমুরলী
২০১৪-২০১৫হামারি সিস্টার দিদিডঃ অবিনাশ
২০১৪-বর্তমানমেরি আশিকী তুম সে হিনীতেন

রিয়্যালিটি শো

সাল প্রদর্শন চরিত্র টীকা
২০০৫ জোড়ি কমাল কি অতিথি প্রতিযোগী সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী
২০০৬ নাচ বালিয়ে ২ প্রতিযোগী সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী
২০০৭ কফি উইথ করণ অতিথি সঙ্গে ছিলেন রণিত রায়রাম কাপুর
২০০৮ ক্যা আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়? অতিথি প্রতিযোগী সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী
২০০৮ কভি কভি প্যায়ার কভি কভি ইয়ার প্রতিযোগী সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী
২০০৮ নাচ বালিয়ে ৪ হোতা সঙ্গে ছিলেন গৌরি প্রধান তেজওয়ানী
২০১২ সাবধান ইন্ডিয়া @ ১১ হোতা

চলচ্চিত্র

সালচলচ্চিত্রচরিত্রভাষা
২০০৩ জগার্স পার্ক আকাশ হিন্দি / ইংরেজী
২০০৪ কৃষ্ণা কটেজ অক্ষয় হিন্দি
২০০৭ আনোয়ার উদিত হিন্দি
২০১৪ এন্টারটেইনমেন্ট হিন্দি [3]
২০১৫ থোড়া লুৎফ থোড়া ইশক ঝুমরু হিন্দি
২০১৬ লাভ গেমস গৌরভ হিন্দি
২০১৬ Shorgulশোর্গুল সেলিম হিন্দি
২০১৬ সানসেইন C.K. Bir হিন্দি
২০১৯ কালাঙ্ক আহমেদ হিন্দি

পুরস্কার

সালপুরস্কারবিভাগকারণচরিত্রফল
২০০৪ স্টার পরিবার পুরস্কার Favorite Beta কিঁউ কি সাস ভি কভি বহু থি করণ বীরাণি বিজয়ী
স্টার পরিবার পুরস্কার সেরা যোগ্য জামাতা
ভারতীয় টেলি পুরস্কার সেরা অভিনেতা (জনপ্রিয়)
২০০৫ স্টার পরিবার পুরস্কার সেরা পুত্র
স্টার পরিবার পুরস্কার সেরা যুগল
Indian Television Academy Awards সেরা অভিনেতা (জনপ্রিয়)
ভারতীয় টেলি পুরস্কার সেরা সহ অভিনেতা (জনপ্রিয়)
২০০৬ স্টার পরিবার পুরস্কার সেরা পুত্র
ভারতীয় টেলি পুরস্কার সেরা সহ অভিনেতা (জনপ্রিয়)
২০০৭ স্টার পরিবার পুরস্কার সেরা পুত্র
স্টার পরিবার পুরস্কার সেরা যুগল
ভারতীয় টেলি পুরস্কার সেরা সহ অভিনেতা (সমালোচক)
২০০৮ স্টার পরিবার পুরস্কার সেরা পুত্র
স্টার পরিবার পুরস্কার সেরা যুগল
The Global Indian TV Honours 2008 সেরা যুগল
২০১০ Indian Television Academy Awards ITA Milestone Award
ইন্ডিয়া নে বনা দি জোড়ি পুরস্কার দশকের সেরা জোড়ি
২০১১ জী রিশতে পুরস্কার সেরা পুত্র পবিত্র রিস্তা মানব দেশমুখ বিজয়ী
২০১২ জী রিশতে পুরস্কার সেরা পিতা বিজয়ী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.