আস্তিক্যবাদ

আস্তিকতাবাদ বা আস্তিক্যবাদ বা ঈশ্বরবাদ (ইংরেজি: Theism) হল একটি ধর্মীয় বিশ্বাস যা হল অন্তত একজন ঈশ্বর বা উপাস্যের অস্তিত্ব আছে।[1] বহুঈশ্বরবাদ হল বহুসংখ্যক ঈশ্বরে বিশ্বাস, যেখানে একেশ্বরবাদে শুধুমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করা হয়। উদাহরণস্বরুপ, ইসলামধর্মখ্রিষ্টধর্ম হল দুটি একেশ্বরবাদী ধর্ম। আস্তিক্যবাদের বিপরীত হল নাস্তিক্যবাদ| নাস্তিক্যবাদে একক বা একাধিক কোনরকম ঈশ্বরেই বিশ্বাস করা হয় না।

প্রকারভেদ

একেশ্বরবাদ

বহুঈশ্বরবাদ

সর্বেশ্বরবাদ

আত্মঈশ্বরবাদ

মূল্যবিচার আস্তিক্যবাদ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Merriam-Webster Online Dictionary"। সংগ্রহের তারিখ ২০১১-০৩-১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.