সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দল

সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দল (রুশ: сбо́рная Сове́тского Сою́за по футбо́лу), ছিল সোভিয়েত ইউনিয়নের জাতীয় ফুটবল দল। সোভিয়েত ইউনিয়নের বিভাজনের পর দলটি বন্ধ হয়ে যায়।

 সোভিয়েত ইউনিয়ন
ডাকনাম(সমূহ)রেড আর্মি
অ্যাসোসিয়েশনসোভিয়েত ইউনিয়ন ফুটবল ফেডারেশন
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়অলেগ ব্লকহিন (১১২)
শীর্ষ গোলদাতাঅলেগ ব্লকহিন (৪২)
স্বাগতিক স্টেডিয়ামবিভিন্ন
ফিফা কোডURS
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
এলো র‌্যাঙ্কিং
সর্বোচ্চ(১৯৬৩, ১৯৬৬, ১৯৮৩–৮৪, ১৯৮৫–৮৬, ১৯৮৭–৮৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 সোভিয়েত ইউনিয়ন ৩–০ তুরস্ক 
(মস্কো, সোভিয়েত ইউনিয়ন; ১৬ নভেম্বর ১৯২৪)
সর্বশেষ আন্তর্জাতিক

 সাইপ্রাস ০–৩ সোভিয়েত ইউনিয়ন 
(লার্নাকা, কাইপ্রাস; ১৩ নভেম্বর ১৯৯১)
বৃহত্তম জয়
 সোভিয়েত ইউনিয়ন ১১–১ ভারত 
(মস্কো, সোভিয়েত ইউনিয়ন; ১৬ সেপ্টেম্বর ১৯৫৫)
 ফিনল্যান্ড ০–১০ সোভিয়েত ইউনিয়ন 
(হেলসিনকি, ফিনল্যান্ড; ১৫ আগস্ট ১৯৫৭)
বৃহত্তম হার
 ইংল্যান্ড ৫–০ সোভিয়েত ইউনিয়ন 
(লন্ডন, ইংল্যান্ড; ২২ অক্টোবর ১৯৫৮)
বিশ্বকাপ
উপস্থিতি৭ (প্রথম ১৯৫৮)
সেরা সাফল্যচতুর্থ স্থান, ১৯৬৬
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
উপস্থিতি৫ (প্রথম ১৯৬০)
সেরা সাফল্যবিজয়ী, ১৯৬০
অলিম্পিক পদক রেকর্ড
পুরুষদের ফুটবল
১৯৫৬ মেলবোর্নদল
১৯৭২ মিউনিখদল
১৯৭৬ মনট্রেয়ালদল
১৯৮০ মস্কোদল
১৯৮৮ সিউলদল

সোভিয়েত ইউনিয়ন দুইবার বিশ্বকাপে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়, ১৯৭৪ এবং ১৯৭৮ সালে। তারা সাতটি বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার মধ্যে ১৯৬৬ সালে তারা চতুর্থ হয়। সোভিয়েত ইউনিয়ন পাঁচবার ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে উদ্বোধনী প্রতিযোগিতায় তারা বিজয়ী হয়, তিনবার দ্বিতীয় হয় (১৯৬৮, ১৯৭২, ১৯৮৮) এবং একবার চতুর্থ হয় (১৯৬৮)। এছাড়া ১৯৫৬ এবং ১৯৮৮ সালে তারা অলিম্পিক স্বর্ণপদক, ১৯৭৭ সালে উদ্বোধনী ফিফা যুব চ্যাম্পিয়নশিপ এবং ১৯৮৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    পূর্বসূরী
    উদ্বোধনী চ্যাম্পিয়নস
    ইউরোপীয়ান চ্যাম্পিয়নস
    ১৯৬০ (প্রথম টাইটেল)
    উত্তরসূরী
    ১৯৬৪ স্পেন
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.