১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল

১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল প্রতিযোগিতায় সোভিয়েত ইউনিয়ন স্বর্ণ পদক লাভ করে।

১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশঅস্ট্রেলিয়া
তারিখসমূহ২৪শে নভেম্বর-৮ই ডিসেম্বর
দলসমূহ১১
ভেন্যু(সমূহ) (১টি আয়োজক শহরে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন (১ম শিরোপা)
রানার-আপ যুগোস্লাভিয়া
তৃতীয় স্থান বুলগেরিয়া
চতুর্থ স্থান ভারত
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ খেলেছে১২
গোল সংখ্যা৫৩ (ম্যাচ প্রতি ৪.৪২টি)

খেলা

প্রথম স্তর


ইন্দোনেশিয়া  দক্ষিণ ভিয়েতনাম

গণচীন  তুরস্ক


মার্কিন যুক্তরাষ্ট্র  যুগোস্লাভিয়া

সোভিয়েত ইউনিয়ন  জার্মানি
আনাতোলি ইসায়েভ  ২৩'
এডওয়ার্ড স্ট্রেল্টসভ  ৮৬'
প্রতিবেদন আর্নস্ট হাবিগ  ৮৯'

যুক্তরাজ্য  থাইল্যান্ড
চার্লস টুইসেল  ১২'  ২০'
জিম লুইস  ২১' (পেনাল্টি)
জন লেবোর্ন  ৩০'  ৮২'  ৮৫'
জর্জ ব্রোমিলো  ৭৫'  ৭৮'
লরেন্স টপ  ৯০'
প্রতিবেদন

অস্ট্রেলিয়া  জাপান
গ্রাহাম ম্যাকমিলান  ২৬' (পেনাল্টি.)
ফ্রান্সিস লুঘ্রান  ৬১'
প্রতিবেদন
  • মিশর, দক্ষিণ ভিয়েতনামহাঙ্গেরী দল তুলে নেওয়ায় প্রতিপক্ষ সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যায়।
  • উভয় দল নাম তুলে নেওয়ায় খেলাটিকে ছেঁটে ফেলা হয়।
  • প্রথম স্তরে পাঁচটি দল নাম তুলে নেওয়ায় এই খেলাটি কোয়ার্টার ফাইনালে খেলা হয়।

কোয়ার্টার ফাইনাল

যুগোস্লাভিয়া মার্কিন যুক্তরাষ্ট্র 
তোদোর ভ্যাসেলিনোভিচ  ১০'  ৮৪'  ৯০'
সাভা আন্টিচ  ১২'  ৭৩'
মহম্মদ মুজিচ  ১৬'  ৩৫'  ৫৬'
জলাতকো প্যাপেক  ২০'
প্রতিবেদন অ্যাল জেরহিউসেন  ৪২'

সোভিয়েত ইউনিয়ন  ইন্দোনেশিয়া
সেরগেই সালনিকভ  ১৭'  ৫৯'
ভ্যালেন্টিন কোজমিচ ইভানভ  ১৯'
আইগর নেত্তো  ৪৩'
প্রতিবেদন

বুলগেরিয়া  যুক্তরাজ্য
গিওর্গি দিমিত্রভ  ৬'
ইভান পেটকভ কোলেভ  ৪০'  ৮৫'
দিমিতর মিলানভ  ৪৫'  ৭৫'  ৮০'
প্রতিবেদন জিম লুইস  ৩০'

অস্ট্রেলিয়া  ভারত
ব্রুস মরো  ১৭'  ৪১' প্রতিবেদন নেভিল স্টিফেন ডি'সুজা  ৯'  ৩৩'  ৫০'
কৃষ্ণ কিট্টু  ৮০'

সেমি ফাইনাল

যুগোস্লাভিয়া  ভারত
জলাতকো প্যাপেক  ৫৪'  ৬৫'
তোদোর ভ্যাসেলিনোভিচ  ৫৭'
মহম্মদ আব্দুস সালাম  ৭৮' (আত্মঘাতী গোল)
প্রতিবেদন নেভিল স্টিফেন ডি'সুজা  ৫২'

সোভিয়েত ইউনিয়ন ১ (অতিরিক্ত সময়) বুলগেরিয়া
এডওয়ার্ড স্ট্রেল্টসভ  ১১২'
বরিস টাটুশিন  ১১৬'
প্রতিবেদন ইভান পেটকভ কোলেভ  ৯৫'

ব্রোঞ্জ পদকের লড়াই

বুলগেরিয়া  ভারত
তোদোর দিয়েভ  ৩৭'  ৬০'
দিমিতর মিলানভ  ৪২'
প্রতিবেদন

ফাইনাল

সোভিয়েত ইউনিয়ন  যুগোস্লাভিয়া
আনাতোলি ইলিন  ৪৮' প্রতিবেদন

পদকপ্রাপ্তদের তালিকা

স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
 সোভিয়েত ইউনিয়ন  যুগোস্লাভিয়া  বুলগেরিয়া
লেভ ইয়াসিন
নিকোলাই টিশ্চেঙ্কো
মিখাইল ওগোনকোভ
আলেক্সেই প্যারামোনভ
আনাতোলি বাশাশকিন
আইগর নেত্তো
বরিস টাটুশিন
আনাতোলি ইসায়েভ
এডওয়ার্ড স্ট্রেল্টসভ
ভ্যালেন্টিন কোজমিচ ইভানভ
ভ্লাদিমির রিঝকিন
বরিস দিমিত্রিয়েভিচ কুজনেতসভ
ইওসিফ বেতসা
সেরগেই সালনিকভ
বরিস রাঝিনস্কি
আনাতোলি মাসলেনকিন
আনাতোলি ইলিন
নিকিতা সিমোনিয়ান
ইউরি বেলায়েভ
আনাতোলি পোরখুনোভ
সাভা আন্টিচ
ইব্রাহিম বিওগ্রাদলিচ
ম্লাদেন কসাক
ডোব্রস্লাভ ক্রস্টিচ
লুকা লিপোসিনোভিচ
মহম্মদ মুজিচ
জলাতকো প্যাপেক
পিটার র‍্যাডেনকোভিচ
নিকোলা রাদোভিচ
ইভান সান্তেক
ড্রাগোস্লাভ সেকুলারেক
লজুবিসা স্পাজিচ
তোদোর ভ্যাসেলিনোভিচ
ব্লাগোজা ভিদিনিচ
স্টিফেন বোঝকোভ
তোদোর দিয়েভ
গিওর্গি দিমিত্রভ
মিলচো গোরানভ
ইভান পেটকভ কোলেভ
নিকোলা কোভাচেভ
মানোল মানোলোভ
দিমিতর মিলানভ
গিওর্গি ন্যায়দেনভ
পানায়োত পানায়োতোভ
কিরিল রাকারোভ
গাভ্রিল স্তোয়ানভ
ক্রুম ইয়ানেভ
য়োরদান য়োসিফভ
ইলিয়া কির্চেভ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.