রমজান বিপ্লব

রমজান বিপ্লব (৮ ফেব্রুয়ারি বিপ্লব বা ফেব্রুয়ারি ১৯৬৩ ইরাক অভ্যুত্থান বলেও পরিচিত) ছিল একটি সামরিক অভ্যুত্থান যা ১৯৬৩ সালে ইরাকে সংঘটিত হয়। বাথ পার্টির ইরাকি অংশ এই অভ্যুত্থান ঘটায়। এতে ইরাকের প্রধানমন্ত্রী আবদুল করিম কাসেম ক্ষমতাচ্যুত হন। জেনারেল আহমেদ হাসান আল বকর প্রধানমন্ত্রী ও কর্নেল আবদুল সালাম আরিফ রাষ্ট্রপতি হন। বিপ্লবী নেতা সমর্থকরা একে অভ্যুত্থান না বলে আন্দোলন বলে অবিহিত করেন।

রমজান বিপ্লব
মূল যুদ্ধ: স্নায়ু যুদ্ধ

আবদুল করিম কাসেমের মৃতদেহ।
তারিখ৮-১০ ফেব্রুয়ারি ১৯৬৩
অবস্থান ইরাক প্রজাতন্ত্র
ফলাফল আবদুল করিম কাসেম ক্ষমতাচ্যুত
বাথ পার্টি সরকার প্রতিষ্ঠা
Anti-leftist purge
যুধ্যমান পক্ষ
ইরাকি সরকার
ইরাকি সশস্ত্র বাহিনী আনুগত্যবাদী

বাথ পার্টি
ইরাকি সশস্ত্র বাহিনী অভ্যুত্থান পরিকল্পনাকারী

  • ইরাকি সেনাবাহিনী
  • ইরাকি নৌবাহিনী
  • ইরাকি বিমানবাহিনী
সেনাধিপতি
আবদুল করিম কাসেম 
ইরাকের প্রধানমন্ত্রী

আহমেদ হাসান আল বকর
বাথ পার্টির আঞ্চলিক কমান্ডের সেক্রেটারি জেনারেল

আবদুল সালাম আরিফ
ফিল্ড মার্শাল
হতাহত ও ক্ষয়ক্ষতি
৫,০০০ ৮০
সর্বমোট: ১,০০০ নিহত[1]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Political Science, University of Central Arkansas. Iraq (1932-present).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.