মরিশাস

মরিশাস পূর্ব আফ্রিকার একটি দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম পোর্ট লুইস

মরিশাস প্রজাতন্ত্র
République de Maurice
পতাকা জাতীয় মর্যাদাবাহী নকশা
নীতিবাক্য: "Stella Clavisque Maris Indici"  (লাতিন)
"ভারত মহাসাগরের তারা এবং চাবি"
জাতীয় সঙ্গীত: মাতৃভূমি
মরিশাসের অবস্থান
রাজধানী
এবং বৃহত্তম নগরী
পোর্ট লুইস
২০°১০′ দক্ষিণ ৫৭°৩১′ পূর্ব
সরকারি ভাষা ইংরেজি
ফরাসি[1][2]
স্বীকৃত আঞ্চলিক ভাষা (সমূহ) ক্রেওল, ভোজপুরি
সরকার প্রজাতন্ত্র
   রাষ্ট্রপতি Anerood Jugnauth
   প্রধানমন্ত্রী Navinchandra Ramgoolam
স্বাধীনতা যুক্তরাজ্য থেকে
   তারিখ মার্চ ১২ ১৯৬৮ 
   প্রজাতন্ত্র মার্চ ১২ ১৯৯২ 
   জল/পানি (%) ০.০৫
জনসংখ্যা
   ২০০৯ আনুমানিক ১,২৮৮,০০০[3] (১৫১তম)
   ২০০০ আদমশুমারি ১,১৭৯,১৩৭
মোট দেশজ উৎপাদন
(ক্রয়ক্ষমতা সমতা)
২০০৯ আনুমানিক
   মোট $১৫.৮৩১ বিলিয়ন[4] (১১৯তম)
   মাথা পিছু $১২,৩৫৬.২৩ (৫১তম)
মানব উন্নয়ন সূচক (২০০৪) ০.৮০২
ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · ৬৫তম
মুদ্রা মারিশাসীয় রুপি (এমইউআর)
সময় অঞ্চল এমইউটি (ইউটিসি+৪)
   গ্রীষ্মকালীন (ডিএসটি) পর্যবেক্ষণ করা হয়নি (ইউটিসি+৪)
কলিং কোড ২৩০
ইন্টারনেট টিএলডি .এমইউ
১. [5][6]
২. The population estimate is only for the island of Mauritius. For the whole republic, as at 31 December 2006, it is 1,256,739[7]

সর্বপ্রথম ওলন্দাজ (পর্তুগিজ) অভিযাত্রীরা ১৫০৭ সালে আদিবাসীবিহীন দ্বীপটি আবিষ্কার করে । ওলন্দাজরা ১৬৩৮ সালে দ্বীপটিতে বসতি স্থাপন করে এবং ১৭১০ সালে পরিত্যাগ করে । পাঁচ বছর পর, দ্বীপটি একটি ফরাসি উপনিবেশ হয়ে ওঠে এবং একে 'আইল ডি ফ্রান্স' নামকরণ করা হয় । নেপলিয়নীয় যুদ্ধ চলাকালে ১৮১০ সালে ব্রিটিশরা মরিশাসের নিয়ন্ত্রণ গ্রহণ করে । ১৯৬৮ সালের ১২ মার্চে স্বাধীন কমনওয়েলথ রাজত্ব এবং ১৯৯২ সালের ১২ মার্চে কমনওয়েলথ মধ্যে প্রজাতন্ত্র হয়ে না ওঠা পর্যন্ত দেশটি ব্রিটিশ শাসনের অধীনে ছিল । দেশটি বহুজাতিক এবং বহু-সাংস্কৃতিক; বহুভাষাবিদ জনসংখ্যা অধ্যুষিত এবং সেখানে ইংরেজি, ফরাসি, ক্রেওল এবং এশিয়ান ভাষা ব্যবহার করা হয় । সরকার ব্যবস্থা ওয়েস্টমিনস্টার সংসদীয় পদ্ধতির । মরিশাস একটি উন্নত গণতান্ত্রিক , অর্থনৈতিক ও রাজনৈতিক চর্চা ক্ষেত্র ।

ভাষাসমূহ

ইংরেজি, ফরাসি, ক্রেওল, ভোজপুরি, তামিল, হিন্দি, মারাঠি, উর্দু, তেলুগু, ওড়িয়া, চীনা ইত্যাদি

সংস্কৃতি

রাখিবন্ধন, দোলযাত্রা, পূজা, গণেশ চতুর্থী, মহাশিবরাত্রি, স্বাধীনতা দিবস (১২ই মার্চ), শুভ নববর্ষ, উগাদি, রথযাত্রা, দীপাবলি, বড়দিনঈদ ইত্যাদি।

ধর্মবিশ্বাস

হিন্দুধর্ম, খ্রিস্ট ধর্মইসলাম

তথ্যসূত্র

  1. "Article 49 of The Constitution"। National Assembly of Mauritius। ২০০৯-০৩-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-০৮
  2. "Republic of Mauritius, Government Portal (Mauritius)"। ১০ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০০৭
  3. Department of Economic and Social Affairs Population Division (2009). "World Population Prospects, Table A.1" (.PDF). 2008 revision. United Nations. Retrieved on 2009-03-12.
  4. "Mauritius"। International Monetary Fund। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০১
  5. "Republic of Mauritius, Government Portal (Mauritius)"। ১১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০০৭
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০০৭
  7. "Population and Vital Statistics, Republic of Mauritius, Year 2006 - Highlights"। Central Statistics Office (Mauritius)। মার্চ ২০০৭। ২০০৭-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.