হোসে সারামাগো
হোসে সারামাগো (পর্তুগিজ: José Saramago আ-ধ্ব-ব: [ʒu'zɛ sɐɾɐ'magu]) একজন পর্তুগীজ কথাসাহিত্যিক যিনি ১৯৯৮ খ্রিষ্টাব্দের সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। পর্তুগালে তার জন্ম ১৯২২ খ্রিষ্টাব্দের নভেম্বর ১৬ তারিখে, এক গ্রামীণ মজুদর পরিবারে। তার মৃত্যু হয় ২০১০ খ্রিষ্টাব্দের ১৮ জুন, ৮৭ বৎসর বয়সে। ১৯৪৭ খ্রিষ্টাব্দে তার প্রথম উপন্যাস ল্যান্ড অব সিন প্রকাশিত হয়। চরম দারিদ্রের কারণে ছেলেবেলায় তার যথাযথ প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় নি। জীবিকার তাগিদে তাকে বৃত্তিমূলক প্রশিক্ষণ নিতে হয়েছিল। ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে তিনি সাংবাদিকতায় জড়িত ছিলে। ১৯৬৯-এ তিনি পর্তুগীজ কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন। তার ১৯৯১ খ্রিষ্টাব্দে প্রকাশিত দ্য গসপেল একর্ডিং টু জিসাস ক্রাইস্ট গ্রন্থটি ইয়োরোপীয় ইউনিয়ন সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়। কিন্তু চার্চের চাপে পর্তুগীজ সরকার এতে বাধ সাধে। অভিমান করে হোসে সারামাগো ক্যানারী দ্বীপপুঞ্জে স্বোচ্ছানির্বাসনে চলে যান। তিনি হাতে না-লিখে সরাসরি টাইপরাইটারের সাহায্যে বা কম্পিউটারের ওয়ার্ড প্রসেসরে লেখা-লিখি করতেন।[1]
হোসে সারামাগো GColSE | |
---|---|
![]() জানুয়ারী ২০০৮ এ সারামাগো | |
জন্ম | হোসে ডি সোসা সারামাগো ১৬ নভেম্বর ১৯২২ Azinhaga, Santarém,পর্তুগাল |
মৃত্যু | ১৮ জুন ২০১০ ৮৭) Tías, Lanzarote, স্পেন | (বয়স
পেশা | লেখক |
জাতীয়তা | পর্তুগিজ |
সময়কাল | ১৯৪৭ – ২০১০ |
উল্লেখযোগ্য রচনাবলি | The Gospel According Baltasar and Blimundato Jesus Christ Blindness All The Names Death with Interruptions The Double Year of the Death of Ricardo Reis |
উল্লেখযোগ্য পুরস্কার | ক্যামৌস পুরষ্কার (১৯৯৫) সাহিত্যে নোবেল পুরস্কার (১৯৯৮) |
দাম্পত্যসঙ্গী | পিলার ডেল রিও (১৯৮৮-২০১০) ইলদা রেইস (১৯৪৪-১৯৭০) |
স্বাক্ষর | ![]() |
ওয়েবসাইট | |
www |
তথ্যসূত্র
- "সাক্ষাৎকার, বাংলায় অনূদিত"। ১৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৯।