কামিলো হোসে সেলা
কামিলো হোসে সেলা (Camilo José Cela) (মে ১১, ১৯১৬ - জানুয়ারি ১৭, ২০০২) একজন এস্পানিয়ার ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক যিনি ১৯৮৯ খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। স্পেনীয় সাহিত্যের ইতিহাসে বিখ্যাত ৩৬’ প্রজন্মের লেখক হিসেবে পরিচিত। এস্পানিয়ার গৃহযুদ্ধে তিনি ফ্রাংকোর অনুগামী ছিলেন। তার একটি উপন্যাস পাস্কুয়াল দুয়ার্তের পরিবার ১৯৯০ খ্রিষ্টাব্দে গোলাম মুস্তাফা কর্তৃক বাংলা ভাষায় অনূদিত হয়ে বাংলাদেশে প্রকাশিত হয়। এটি প্রথম ১৯৪২ খ্রিষ্টাব্দে স্পেনে প্রকাশিত হলে স্পেনীয় সাহিত্য মহলে সাড়া জাগায়।
কামিলো হোসে সেলা | |
---|---|
![]() কামিলো হোসে সেলা প্রতিকৃতি গোয়াদালাজারা, স্পেন | |
জন্ম | প্যাদ্রন, গালিথিয়া, স্পেন | ১১ মে ১৯১৬
মৃত্যু | জানুয়ারি ১৭, ২০০২ ৮৫) মাদ্রিদ, স্পেন | (বয়স
জাতীয়তা | স্প্যানীয় |
উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্যে নোবেল পুরস্কার ১৯৮৯ |
২০০২ খ্রিষ্টাব্দের ১৭ জানুয়ারি পঁচাশি বৎসর বয়সে মাদ্রিদে তার মৃত্যু হয়।
তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থঃ
পাসকুয়াল দুয়ার্তের পরিবার (লা ফামিলিয়া দে পাসকুয়াল দুয়ার্তে) ১৯৪২
মৌচান (লা কোলমেনা) ১৯৫১
শিল্পীদের বাফে ও অন্যান্য গল্প (বাফে দে আর্টিসতাস ই ওত্রোস রেলাতোস) ১৯৫৩
আলকার্রিয়া ভ্রমণ ( বিয়াখে আ লা আলকার্রিয়া) ১৯৪৮
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- [gbytes.gsood.com/wp-content/uploads/2007/06/camilo-jose.pdf সাক্ষাৎকার]
- সাক্ষাৎকার
- নোবেল বক্তৃতা ১৯৮৯
- সাক্ষাৎকার
- প্যারিস রিভিয়্যু সাক্ষাৎকার
- বিবিসি'র শ্রদ্ধাজ্ঞাপন