চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৮

চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ১৯৮৮ বাংলাদেশে ৩রা মার্চ ১৯৮৮ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনটি বাংলাদেশের অধিকাংশ প্রধান দলই বর্জন করেছিল; যেমন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, জাতীয় আওয়ামী পার্টি (মুজাফ্‌ফর) এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি[1] নির্বাচনে জাতীয় পার্টি জয় লাভ করে, তারা ৩০০টি আসনের মধ্যে ২৫১টি আসন লাভ করে। মোট ভোটারদের মধ্যে ৫২.৫% ভোট গৃহীত হয়েছিল।

বাংলাদেশের সাধারণ নির্বাচন, ১৯৮৮

 মার্চ ১৯৮৮ (1988-03-03)

জাতীয় সংসদের ৩০০টি আসনের
সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ১৫১টি আসন
  প্রথম দল
 
নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ
দল জাতীয় পার্টি (এ)
নেতা হয়েছেন ১৯৮৬
নেতার আসন রংপুর
সর্বশেষ নির্বাচন ১৫৩
আসনে জিতেছে ২৫১
আসন পরিবর্তন +৯৮
Popular ভোট ১৭,৬৮০,১৩৩
শতকরা ৬৮.৪%

নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী

মিজানুর রহমান চৌধুরী
জাতীয় পার্টি (এ)

প্রধানমন্ত্রী-মনোনীত

মওদুদ আহমেদ
জাতীয় পার্টি (এ)

এই নিবন্ধটি
বাংলাদেশের রাজনীতি ও সরকার
ধারাবাহিকের অংশ

রাজনীতি প্রবেশদ্বার

ফলাফল

দল ভোট % আসন +/-
জাতীয় পার্টি১৭,৬৮০,১৩৩৬৮.৪২৫১+৯৮
সম্মিলিত বিরোধী দল৩,২৬৩,৩৪০১২.৬১৯নতুন
বাংলাদেশ ফ্রিডম পার্টি৮৫০,২৮৪৩.৩নতুন
জাতীয় সমাজতান্ত্রিক দল (সিরাজ)৩০৯,৬৬৬১.২
বাংলাদেশ খিলাফত আন্দোলন২৪২,৫৭১০.৯-
গণতন্ত্র বাস্তবায়ন পার্টি
জন দল
তেইশ দলীয় জোট
সতন্ত্র৩,৪৮৭,৪৫৭১৬.৩২৫-৭
অবৈধ/খালি ভোট৩৩৫,৬২০---
মোট২৬,১৬৯,০৭১১০০৩০০
উৎস: Nohlen et al.
কিছু তথ্য
  • মোট ভোটর - ৪,৯৮,৬৩,৮২৯[2]
    • পুরুষ - ২,৬৩,৭৯,৯৪৪
    • মহিলা - ২,৩৪,৮৩,৮৮৫

তথ্যসূত্র

  1. Nohlen, D, Grotz, F & Hartmann, C (2001) Elections in Asia: A data handbook, Volume I, p536 ISBN 019924958
  2. "বাংলাদেশ নির্বাচন কমিশন"। ১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.