বাংলাদেশ নৌবাহিনীর প্রধান

নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর অধিনায়ক এবং সর্বোচ্চ পদধারী কর্মকর্তা। এই পদকে সংক্ষেপে সিএনএস ও বলা হয়। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হন চার তারকা অ্যাডমিরাল পদমর্যাদার একজন কর্মকর্তা। নৌবাহিনীর বর্তমান প্রধান হচ্ছেন অ্যাডমিরাল আ ম ম ম আওরঙ্গজেব চৌধুরী যিনি ২৬জানুয়ারি ২০১৯ দায়িত্ব গ্রহণ করেন।[1][2]

নৌবাহিনীর প্রধান
বাংলাদেশ নৌবাহিনীর নিশান
দায়িত্ব
এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী

২৬ জানুয়ারি ২০১৯  থেকে
নিয়োগকর্তাপ্রধানমন্ত্রী
মেয়াদসর্বাধিক ৪ বছর
প্রথম ধারকঅস্থায়ী ক্যাপ্টেন নুরুল হক
ওয়েবসাইটnavy.mil.bd

নৌবাহিনী প্রধানদের তালিকা

মেয়াদকাল অনুসারে বাংলাদেশ নৌবাহিনী প্রধানদের তালিকা নিচে দেয়া হল:[3]

নং নৌবাহিনী প্রধানকার্যালয়ে বসার তারিখকার্যালয় ত্যাগের তারিখমেয়াদকাল
-
ক্যাপ্টেন
নুরুল হক
(জন্ম ১৯২২)
অস্থায়ী
৭ এপ্রিল ১৯৭২৬ নভেম্বর ১৯৭৩ বছর, ২১৩ দিন
রিয়ার এডমিরাল
এম এইচ খান
৭ নভেম্বর ১৯৭৩৩ নভেম্বর ১৯৭৯ বছর, ৩৬১ দিন
রিয়ার এডমিরাল
মাহবুব আলী খান psn
(১৯৩৪–১৯৮৪)
৪ নভেম্বর ১৯৭৯৬ আগস্ট ১৯৮৪  বছর, ২৭৬ দিন
রিয়ার এডমিরাল
সুলতান আহমেদ
(১৯৩৮–২০১২)
৬ আগস্ট ১৯৮৪১৪ আগস্ট ১৯৯০ বছর, ৮ দিন
রিয়ার এডমিরাল
আমির আহমেদ মুস্তফা
১৫ আগস্ট ১৯৯০২ মে ১৯৯১২৬০ দিন
রিয়ার এডমিরাল
মুহাম্মাদ মোহাইমিনুল ইসলাম (এস/এম), এনসিসি, পিএসসি
(জন্ম ১৯৪১)
৪ জুন ১৯৯১৩ জুন ১৯৯৫ বছর, ৩০৩ দিন
রিয়ার এডমিরাল
মোহাম্মাদ নুরুল ইসলাম এনসিসি, পিএসসি
৪ জুন ১৯৯৫৩ জুন ১৯৯৯ বছর, ৩০৩ দিন
রিয়ার এডমিরাল
মো. আবু তাহের এনসিসি, পিএসসি
৪ জুন ১৯৯৯৩ জুন ২০০২ বছর, ৩০৩ দিন
রিয়ার এডমিরাল
শাহ ইকবাল মুজতবা এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৪৮)
৪ জুন ২০০২৯ জানুয়ারি ২০০৫ বছর, ২৮১ দিন
রিয়ার এডমিরাল
এম হাসান আলী খান এনডিসি, পিএসসি
(১৯৫০–২০১৩)
৯ জানুয়ারি ২০০৫৯ ফেব্রুয়ারি ২০০৭ বছর, ৩১ দিন
১০
ভাইস এডমিরাল
সরওয়ার জাহান নিজাম এনডিইউ, পিএসসি
(জন্ম ১৯৫২)
১০ জানুয়ারি ২০০৭২৮ জানুয়ারি ২০০৯ বছর, ১৮ দিন
১১
ভাইস এডমিরাল
জহির উদ্দীন আহমেদ (এনডি), এনবিপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৫৭)
২৯ জানুয়ারি ২০০৯২৮ জানুয়ারি ২০১৩ বছর, ৩৬৫ দিন
১২
এডমিরাল
এম ফরিদ হাবিব (এনডি) এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৫৯)
২৮ জানুয়ারি ২০১৩২৭ জানুয়ারি ২০১৬ বছর, ৩৬৪ দিন
১৩
এডমিরাল
মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ (টিএএস), ওএসপি, এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৬০)
২৭ জানুয়ারি ২০১৬২৬ জানুয়ারি ২০১৯ বছর, ৩৬৪ দিন
১৪
এডমিরাল
আওরঙ্গজেব চৌধুরী এনবিপি, ওএসপি, বিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি
(জন্ম ১৯৫৯)
২৬ জানুয়ারি ২০১৯পদাধিকারী২৬৯ দিন

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "President, PM pay tribute to martyrs on Armed Forces Day"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৩
  2. "Nizamuddin made new navy chief"Prothom Alo। ২০১৭-১২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১৩
  3. "Bangladesh Navy"www.navy.mil.bd। ২০১৬-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.