বাংলাদেশের টেস্ট ক্রিকেট রেকর্ডের তালিকা
এই পাতায় বাংলাদেশ ক্রিকেট দলের পরিসংখ্যান ও রেকর্ডের তালিকা দেয়া আছে।
টেস্ট
২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে।[1][2][3][4] বাংলাদেশ জাতীয় দলের টেস্টের রেকর্ড ও পরিসংখ্যানসমূহ এখানে দেয়া হল।
ব্যাটিং রেকর্ড
রান | ওভার | রান রেট | ইনিংস | প্রতিপক্ষ | মাঠ | তারিখ | টেস্ট নং. | রিপোর্ট | ফল |
---|---|---|---|---|---|---|---|---|---|
৫৫৬ | ১৪৮.৩ | ৩.৭৪ | ২ | ![]() | ঢাকা | ১৬ নভেম্বর ২০১২ | ২০৫৭ | (স্কোরকার্ড) | হার |
৪৮৮ | ১৪৯.৩ | ৩.২৬ | ১ | ![]() | চট্টগ্রাম | ৬ জানুয়ারি ২০০৫ | ১৭৩৩ | (স্কোরকার্ড) | জয় |
৪২৭ | ১২৩.৩ | ৩.৪৫ | ১ | ![]() | ফতুল্লা | ৯ এপ্রিল ২০০৬ | ১৭৯৭ | (স্কোরকার্ড) | হার |
৪১৯ | ১১৭.১ | ৩.৫৭ | ১ | ![]() | ঢাকা | ২০ মার্চ ২০১০ | ১৯৫৬ | (স্কোরকার্ড) | হার |
৪১৬ | ১৩৫.৩ | ৩.০৭ | ১ | ![]() | গ্রস আইলেট | ২৮ মে ২০০৪ | ১৭০১ | (স্কোরকার্ড) | ড্র |
রান | ওভার | রান রেট | ইনিংস | দল | মাঠ | তারিখ | টেস্ট নং. | রিপোর্ট |
---|---|---|---|---|---|---|---|---|
৬৪৮/৯ডি | ২০০.৩ | ৩.২৩ | ২ | ![]() | খুলনা | ২১ নভেম্বর ২০১২ | ২০৬০ | (স্কোরকার্ড) |
৬১০/৩ডি | ১৫৩ | ৩.৯৮ | ১ | ![]() | ঢাকা | ২৫ মে ২০০৭ | ১৮৩৩ | (স্কোরকার্ড) |
৫৯৯/৬ডি | ১৩৮.৩ | ৪.৩২ | ১ | ![]() | চট্টগ্রাম | ১২ মার্চ ২০১০ | ১৯৫৪ | (স্কোরকার্ড) |
৫৯৪/৩ডি | ১৭৬.৫ | ৩.৩৫ | ২ | ![]() | চট্টগ্রাম | ৯ ডিসেম্বর ২০১১ | ২০২২ | (স্কোরকার্ড) |
৫৮৩/৭ডি | ১৬১.১ | ৩.৬১ | ১ | ![]() | চট্টগ্রাম | ২৯ ফেব্রুয়ারি ২০০৮ | ১৮৬৫ | (স্কোরকার্ড) |
রান | ওভার | রান রেট | ইনিংস | প্রতিপক্ষ | মাঠ | তারিখ | টেস্ট নং. | রিপোর্ট | ফল |
---|---|---|---|---|---|---|---|---|---|
৬২ | ২৫.৪ | ২.৪৪ | ১ | ![]() | কলম্বো | ৩ জুলাই ২০০৭ | ১৮৩৮ | (স্কোরকার্ড) | হার |
৮৬ | ২৭.৪ | ৩.১০ | ৩ | ![]() | কলম্বো | ১২ সেপ্টেম্বর ২০০৫ | ১৭৬৪ | (স্কোরকার্ড) | হার |
৮৭ | ৩১.৫ | ২.৭৩ | ৩ | ![]() | ঢাকা | ৮ ডিসেম্বর ২০০২ | ১৬৩০ | (স্কোরকার্ড) | হার |
৮৯ | ৩২.৩ | ২.৭৩ | ১ | ![]() | কলম্বো | ২৫ জুন ২০০৭ | ১৮৩৭ | (স্কোরকার্ড) | হার |
৯০ | ৩৬.৪ | ২.৪৫ | ১ | ![]() | কলম্বো | ৬ সেপ্টেম্বর ২০০৭ | ১৫৬১ | (স্কোরকার্ড) | হার |
বোলিং রেকর্ড
সর্বাধিক উইকেট
খেলোয়াড় | ম্যাচ | ইনিংস | উইকেট | এভারেজ | ইকোনমি | বেস্ট ফিগার |
---|---|---|---|---|---|---|
সাকিব আল হাসান | ৫৪ | ৯১ | ২০১ | ৩১.৪৫ | ৩.১ | ৭/৩৬ v ![]() |
মোহাম্মদ রফিক | ৩৩ | ৪৮ | ১০০ | ৪০.৭৬ | ২.৭৯ | ৬/৭৭ v ![]() |
তাইজুল ইসলাম | ২২ | ৪০ | ৯৪ | ৩১.১০ | ৩.১৫ | ৮/৩৯ v ![]() |
মাশরাফি বিন মর্তুজা | ৩৬ | ৫১ | ৭৮ | ৪১.৫২ | ৩.২৪ | ৪/৬০ v ![]() |
মেহেদী হাসান মিরাজ | ১৭ | ৩১ | ৭২ | ৩৩.১২ | ৩.২৫ | ৬/৭৭ v ![]() |
সর্বশেষ আপডেট ২৪ নভেম্বর ২০১৮. |
এক ইনিংসে সবচেয়ে ভাল বোলিং
খেলোয়ার | ফিগার | ওভার | প্রতিপক্ষ | মাঠ | তারিখ | |
---|---|---|---|---|---|---|
তাইজুল ইসলাম | ৮/৩৯ | ১৬.৫ | ![]() | ![]() | ২৫ অক্টোবর ২০১৪ | |
সাকিব আল হাসান | ৭/৩৬ | ২৫.৫ | ![]() | ![]() | ১৭ অক্টোবর ২০০৮ | |
এনামুল হক জুনিয়র | ৭/৯৫ | ৩৬.০ | ![]() | ![]() | ১৪ জানুয়ারী ২০০৫ | |
শাহাদাত হোসেন | ৬/২৭ | ১৫.৩ | ![]() | ![]() | ২২ ফেব্রুয়ারী ২০০৮ | |
সাকিব আল হাসান | ৬/৩৩ | ১৭.০ | ![]() | ![]() | ১২ জুলাই ২০১৮ | |
সর্বশেষ আপডেট ১৫ নভেম্বর ২০১৮. |
এক ম্যাচে সবচেয়ে ভাল বোলিং ফিগার
খেলোয়ার | ফিগার | ওভার | প্রতিপক্ষ | মাঠ | তারিখ | |
---|---|---|---|---|---|---|
মেহেদি হাসান মিরাজ | ১২/১৫৯ | ৪৯.৩ | ![]() | ![]() | ২৮ অক্টোবর ২০১৬ | |
এনামুল হক জুনিয়র | ১২/২০০ | ৭৩.০ | ![]() | ![]() | ১৪ জানুয়ারী ২০০৫ | |
তাইজুল ইসলাম | ১১/১৭০ | ৬৮.১ | ![]() | ![]() | ৩ নভেম্বর ২০১৮ | |
সাকিব আল হাসান | ১০/১২৪ | ৫৯.০ | ![]() | ![]() | ৩ নভেম্বর ২০১৪ | |
সাকিব আল হাসান | ১০/১৫৩ | ৫৩.৫ | ![]() | ![]() | ৩০ আগস্ট ২০১৭ | |
সর্বশেষ আপডেট ১৫ নভেম্বর ২০১৮. |
সবচেয়ে বেশিবার ৫ উইকেট লাভ
খেলোয়ার | ৫ উইকেট লাভ | ইনিংস | ওভার সংখ্যা | সবচেয়ে ভালো ফিগার | সময়কাল |
---|---|---|---|---|---|
সাকিব আল হাসান | ১৮ | ৯১ | ২০৯৯.২ | ৭/৩৬ v ![]() | ২০০৭-বর্তমান |
তাইজুল ইসলাম | ৭ | ৪০ | ৯২৭.২ | ৮/৩৯ v ![]() | ২০১৪-বর্তমান |
মোহাম্মদ রফিক | ৭ | ৪৮ | ১৪৫৭.২ | ৬/৭৭ v ![]() | ২০০০-২০০৮ |
মেহেদি হাসান মিরাজ | ৫ | ৩১ | ৭৩২.১ | ৬/৭৭ v ![]() | ২০১৬-বর্তমান |
শাহাদাত হোসেন | ৪ | ৬০ | ৮৯৬.৪ | ৬/২৭ v ![]() | ২০০৫-২০১৫ |
এছাড়াও আরো সাতজন ক্রিকেটার একবার করে পাঁচ উইকেট পেয়েছেন। এনামুল হক জুনিয়র তিনবার এবং রবিউল ইসলাম ও সোহাগ গাজী দুবার করে পাঁচ উইকেট পেয়েছেন।
|
এক ম্যাচে ১০ উইকেট লাভ
খেলোয়ার | ১০ উইকেট লাভ | ইনিংস | ওভার সংখ্যা | সবচেয়ে ভালো ফিগার | সময়কাল |
---|---|---|---|---|---|
সাকিব আল হাসান | ২ | ৮৯ | ২০৮১.২ | ১০/১২৪ v ![]() | ২০০৭-বর্তমান |
এনামুল হক জুনিয়র | ১ | ২৬ | ৫৯২.৩ | ১২/২০০ v ![]() | ২০০৩-২০১৩ |
মেহেদি হাসান মিরাজ | ১ | ২৯ | ৭০৯.১ | ১২/১২৯ v ![]() | ২০১৬-বর্তমান |
তাইজুল ইসলাম | ১ | ৩৮ | ৮৯৬.০ | ১১/১৭০ v ![]() | ২০১৪-বর্তমান |
সর্বশেষ আপডেট ১৫ নভেম্বর ২০১৮. |
আরও দেখুন
তথ্যসূত্র
- "Bangladesh v India, 2000-01"।
- "Bangladesh"। ৬ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১২।
- "Timeline of Bangladesh Cricket"।
- "Give Bangladesh a break"। সংগ্রহের তারিখ 10-11-2000। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.