দমদম উত্তর বিধানসভা কেন্দ্র
দমদম উত্তর (বিধানসভা কেন্দ্র) Dum Dum Uttar (Vidhan Sabha constituency) ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র।
দমদম উত্তর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
![]() ![]() দমদম উত্তর | |
স্থানাঙ্ক: ২২°৩৯′০৭″ উত্তর ৮৮°২৫′০৯″ পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর চব্বিশ পরগনা |
কেন্দ্র নং. | ১১০ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ১৬.দমদম |
নির্বাচনী বছর | ২০৩,২২৬ (২০১১) |
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১১০ নং দমদম উত্তর বিধানসভা কেন্দ্রটি দমদম উত্তর পুরসভা এবং নিউব্যারাকপুর পুরসভা এর অন্তর্গত।[1]
দমদম উত্তর বিধানসভা কেন্দ্রটি ১৬ নং দমদম লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[1]
বিধানসভার বিধায়ক
নির্বাচন বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | দমদম উত্তর | চন্দ্রিমা ভট্টাচার্য | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[2] |
২০১৬ | তন্ময় ভট্টাচার্য | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
নির্বাচনী ফলাফল
২০১৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬:দমদম উত্তর কেন্দ্র | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
সিপিআই(এম) | তন্ময় ভট্টাচার্য | ৯১,৯৫৯ | ৪৬.৩৮ | +৩.৬৯ | |
তৃণমূল কংগ্রেস | চন্দ্রিমা ভট্টাচার্য | ৮৫,৪১০ | ৪৩.০৮ | -১০.৩৫ | |
বিজেপি | তপন চন্দ্র দাস | ১৫,৪২০ | ৭.৭৭ | +৫.০৯ | |
বিএসপি | শোভা হাওলাদার | ১,৯৪৭ | ০.৯৮ | -০.২২ | |
উপরের কেউ না | উপরের কেউ না | ৩,৫১৮ | ১.৭৭ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৫৪৯ | ৩.৩০ | -৭.৪৪ | ||
ভোটার উপস্থিতি | ১,৯৮,২৫৪ | ৮২.৫৭ | |||
নিবন্ধিত ভোটার | ২,৪০,১০০ | ||||
তৃণমূল কংগ্রেস থেকে সিপিআই(এম) অর্জন করেছে | ঘুরে যাওয়া | +৭.০২ | |||
২০১১
২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর রেখা গোস্বামীকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:দমদম উত্তর কেন্দ্র [2][3] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল কংগ্রেস | চন্দ্রিমা ভট্টাচার্য | ৯৪,৬৭৬ | ৫৩.৪৩ | ||
সিপিআই(এম) | রেখা গোস্বামী | ৭৫,৬৫০ | ৪২.৫৯ | ||
বিজেপি | চন্দন রায় | ৪,৭৪১ | ২.৬৮ | ||
বিএসপি | নরেশ চন্দ্র বারুই | ২,১৪৪ | ১.২০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,০২৬ | ১০.৭৪ | |||
ভোটার উপস্থিতি | ১৭৭,২১১ | ৮৭.২ | |||
তৃণমূল কংগ্রেস জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
- "Delimitation Commission Order No. 18" (PDF)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "West Bengal Assembly Election 2011"। Dum Dum Uttar (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১১।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.