অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, ২০০১
অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ২০০১ আক্টোবর ১, ২০০১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্রধান দল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বে ছিল খালেদা জিয়া। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের বিপরীতে ৪৮৪জন সতন্ত্র প্রার্থীসহ ৫৪টি দল থেকে মোট ১৯৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এটি হলো ১৯৯৬ সালে চালু হওয়া তত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের সময় তত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান।
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
---|
এই নিবন্ধটি বাংলাদেশের রাজনীতি ও সরকার ধারাবাহিকের অংশ |
নির্বাহী বিভাগ |
রাজনৈতিক দল |
বৈদেশিক সম্পর্ক |
|
ফলাফল
দলের নাম | ভোট | % | আসন |
---|---|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ২৩,০৭৪,৭১৪ | ৪১.৪০ | ১৯৩ |
বাংলাদেশ আওয়ামী লীগ | ২২,৩১০,২৭৬ | ৪০.০২ | ৬২ |
জাতীয় পার্টি
|
৪,০২৩,৯৬২ | ৭.২২ | ১৪ |
বাংলাদেশ জামায়াতে ইসলামী | ২,৩৮৫,৩৬১ | ৪.২৮ | ১৭ |
বাংলাদেশ জাতীয় পার্টি - বিজেপি | ৫২১,৪৭২ | ০.৯৪ | ৪ |
ইসলামী ঐক্য জোট | ৩১২,৮৬৮ | ০.৫৬ | ২ |
কৃষক শ্রমিক জনতা লীগ | ২৬১,৩৪৪ | ০.৪৭ | ২ |
জাতীয় পার্টি (মঞ্জু) | ২৪৩,৬১৭ | ০.৪৪ | ১ |
সতন্ত্র ও অন্যান্য | ২,২৬২,০৪৫ | ৪.০৬ | ৬ |
খালি | - | ২ | |
মোট (গৃহীত ৭৪.৯ %) | ৫৫,৭২৮,১৬২ | ১০০.০ | ৩০০ |
বাতিল ভোট | ৪৪১,৮৭১ | ||
মোট ভোট | ৫৬,১৬৯,২৩৩ | ||
নিবন্ধিত ভোটার | ৭৪,৯৫১,৩১৯ | ||
উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন অবলম্বনে অ্যাডাম কার ও ডেইলি স্টার |
- কিছু তথ্য
- প্রার্থীদের নিবন্ধনের শেষ তারিখ - ২৯শে আগস্ট, ২০০১
- মোট ভোট কেন্দ্র - ২৯,৯৭৮
- মোট ভোটর - ৭,৫০,০০,৬৫৬[1]
- পুরুষ - ৩,৮৬,৮৪,৯৭২
- মহিলা - ৩,৬৩,১৫,৬৮৪
- মোট মহিলা প্রার্থী - ৩৭
তথ্যসূত্র
- "বাংলাদেশ নির্বাচন কমিশন"। ১৮ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.