সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)

সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) (এসইউসিআই (সি)) ভারতের একটি কমিউনিস্ট পার্টি। ১৯৪৮ সালে শিবদাস ঘোষ এই পার্টি স্থাপন করেন।

সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)
মহাসচিবপ্রভাস ঘোষ
প্রতিষ্ঠা১৯৪৮
সদর দপ্তর৪৮, লেনিন সরণি, কলকাতা – ৭০০ ০১৩

২২°৩৩′৪৯.৯″ উত্তর ৮৮°২১′২০.১″ পূর্ব
সংবাদপত্রগণদাবী
ছাত্র শাখাঅল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গ্যানাইজেশন
যুব শাখাঅল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গ্যানাইজেশন
মহিলা শাখাসর্বভারতীয় মহিলা সাংস্কৃতিক সংগঠন
শ্রমিক শাখাঅল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার
কৃষক শাখাসর্বভারতীয় কৃষক খেত মজদুর সংগঠন
মতাদর্শকমিউনিজম, মার্কসবাদ-লেনিনবাদ, শিবদাস ঘোষের আদর্শ
জোটস্বাধীন
লোকসভায় আসননেই
রাজ্যসভায় আসননেই
ওয়েবসাইট
http://www.suci-c.in/, http://kerala.sucicommunist.org/

মতাদর্শ

এসইউসিআই (সি) হচ্ছে ভারতের একটি কমিউনিস্ট পার্টি[1] এই সংগঠনটি শিবদাস ঘোষ প্রতিষ্ঠিত মার্কসবাদী-লেনিনবাদী লাইন অনুসরণ করে। এই দলটি গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকাকে সংশোধনবাদ হিসেবে বর্জন করে এবং কার্ল মার্কস, ফ্রিডরিখ এঙ্গেলস, ভ্লাদিমির লেনিন, ইওসিফ স্তালিন, মাও সেতুং এবং শিবদাস ঘোষের শিক্ষাকে তুলে ধরার দাবি করে।[2]

গণদাবী

সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) -এর বাংলা মূখপত্র হল গণদাবী। এটি একটি সাপ্তাহিক পত্রিকা যা ১৯৪৭ সাল হতে স্বাধীনতার পর থেকে প্রকাশিত হচ্ছে। বর্তমান সম্পাদক মানিক মূখার্জী।

তথ্যসূত্র

  1. Why SUCI is the only genuine communist party in India
  2. "A brief introduction to the Socialist Unity Centre of India"। ২৯ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৫

টেমপ্লেট:Indian political parties

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.