সাইবারনেটিক্‌স

সাইবারনেটিক্‌স (ইংরেজি: Cybernetics) একটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান[1], যেখানে জীব, যন্ত্র ও অন্যান্য সংগঠনসমূহের যোগাযোগ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচিত হয়[2]। ১৯৪৮ সালে মার্কিন গণিতবিদ নর্বার্ট উইনার নিয়ন্ত্রণ মেকানিজমের তত্ত্বের নাম দেন সাইবারনেটিক্‌স । যেসব কলাকৌশলের মাধ্যমে তথ্যকে কাঙ্ক্ষিত কাজে রূপায়িত করা যায়, সেগুলি নিয়ে গবেষণা করতে গিয়ে সাইবারনেটিক্‌সের উন্নয়ন ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক ক্ষেত্রে ইলেকট্রনিক মস্তিষ্ক ও স্বয়ংনিয়ন্ত্রিত যন্ত্র নিয়ে গবেষণা সাইবারনেটিক্‌সের জন্ম দেয়।

  1. Müller, Albert (২০০০)। "A Brief History of the BCL"Österreichische Zeitschrift für Geschichtswissenschaften11 (1): 9–30।
  2. Wiener, Norbert (১৯৪৮)। Cybernetics: Or Control and Communication in the Animal and the Machine। Cambridge, Massachusetts: MIT Press।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.