রাজিয়া সুলতানা (আইনজীবী)
রাজিয়া সুলতানা মিয়ানমারে জন্ম নেওয়া একজন বাংলাদেশি আইনজীবী, যিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার ২০১৯ লাভ করেছেন।[1][3][4][5][6][7]
রাজিয়া সুলতানা | |
---|---|
![]() | |
জন্ম | ১৯৭৩ মংডু, রাখাইন রাজ্য, মিয়ানমার |
জাতীয়তা | বাংলাদেশি[1][2] |
পেশা | আইনজীবী, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী |
জীবনী
রাজিয়া সুলতানা ১৯৭৩ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে এক রোহিঙ্গা পরিবারে জন্মগ্রহণ করেন।[8] মিয়ানমারে জন্ম হলেও তিনি বেড়ে উঠেছেন বাংলাদেশে।[9]
রাজিয়া সুলতান রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে কাজ করে চলেছেন। এছাড়াও, তিনি মিয়ানমারের অন্যান্য জাতিসত্তার মানবাধিকার নিয়েও কাজ করে থাকেন। তিনি একাধারে একজন আইনজীবী, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী। তিনি রোহিঙ্গাদের নিয়ে কাজ করলেও মূলত নারী ও শিশুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে কাহ করে থাকেন।
২০১৬ সাল থেকে তিনি বাংলাদেশে বসবাসকারী শতাধিক রোহিঙ্গা জাতিসত্তার ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে উইটনেস টু হরর ও রেপ বাই কমান্ড শিরোনামের দুইটি প্রতিবেদন প্রকাশ করেন।[8] প্রতিবেদন দুইটিতে রোহিঙ্গা নারীদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর যৌন নির্যাতনের কাহিনি ফুটে উঠেছে। এছাড়াও তিনি কালান্দান প্রেসের দ্য কিলিং ফিল্ডস অব আলেথানকিয়াও শিরোনামের একটি প্রতিবেদনে অবদান রেখেছেন।[8]
পেশাগত জীবনের বাইরে তিনি 'ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন' এর কোঅর্ডিনেটর ও 'আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন' এর নারী শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[8]
পুরস্কার ও সম্মাননা
তথ্যসূত্র
- "2019 International Women of Courage Award"। U.S. Department of State। মার্চ ৯, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৯, ২০১৯।
- "Rohingya lawyer gets US award"। The Daily Star। সংগ্রহের তারিখ এপ্রিল ২০, ২০১৯।
- "Rohingya lawyer Razia Sultana wins Int'l Women of Courage Award"। Dhaka Tribune।
- "Rohingya lawyer Razia Sultana wins Women of Courage award"। Daily Sun। সংগ্রহের তারিখ এপ্রিল ২০, ২০১৯।
- "Rohingya lawyer Razia wins Women of Courage award"। The Independent। সংগ্রহের তারিখ এপ্রিল ২০, ২০১৯।
- "রোহিঙ্গা আইনজীবী রাজিয়া পেলেন যুক্তরাষ্ট্রের 'সাহসী নারী' পদক"। প্রথম আলো।
- "বাংলাদেশিসহ ১০ সাহসী নারী যুক্তরাষ্ট্রে পুরস্কৃত"। বাংলাদেশ প্রতিদিন।
- "Biographies of the Finalists for the 2019 International Women of Courage Awards"। U.S. Department of State। ১১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
- "'I Am Doing This for Every Place Where Rape Is a Weapon of War.' Meet the Woman Documenting Sexual Violence Against Myanmar's Rohingya"। TIME। সংগ্রহের তারিখ এপ্রিল ২০, ২০১৯।
- "Witness to Horror: In conversation with advocate Razia Sultana"। The Daily Star।