জুলিসা ভিলানুয়েভা

সেম্মু জুলিসা (জুলিসা) ভিলানুয়েভা হল হন্ডুরাস পাবলিক প্রসিকিউটরের অফিস ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের পরিচালক।

জুলিসা ভিলানুয়েভা
নিয়োগকারীPublic Prosecutor's Office (Honduras)
পরিচিতির কারণফরেন্সিক সায়েন্স
রোগনিরূপনবিদ্যা
পুরস্কারসাহসী নারী

শিক্ষা

জুলিসা ভিলানুয়েভা ১৯৭২ সালে মে মাসের ১২ তারিখে তিগুসিগালপায় জন্মগ্রহণ করেন।[1] তার বাবা টিটেনাস রোগে আক্রান্ত হওয়ার পর তিনি চিকিৎসাবিদ্যায় অধ্যয়ন করেন,এবং বর্তমানে তিনি একজন ডাক্তার যিনি রোগনিরূপণবিদ্যা বিষয়ে বিশেষজ্ঞ।[2] তিনি হন্ডুরাসের মধ্যে যখন দক্ষ ফরেনসিক বিজ্ঞানীদের ঘাটতি সম্পর্কে শোনেন তখন তিনি রোগনিরূপণবিদ্যায় বিশেষজ্ঞতা অর্জন করার জন্য বেছে নেয়।

কর্মজীবন

তথ্যসূত্র

  1. ""No me imaginé ni soñé ser la directora de Medicina Forense""Diario La Prensa (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪
  2. US Embassy HN (২০১৮-০৩-২১), Forensic Medicine Director Julissa Villanueva with english subtitles, সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.