রয়া সাদাত

রোয়া সাদাত (জন্ম ১৯৮১) একজন আফগান চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক। তিনি তালিবান যুগে আফগান চলচ্চিত্রের ইতিহাসে প্রথম নারী পরিচালক ছিলেন এবং নারী নির্যাতন ও নিষিদ্ধকরণ বিষয় নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র তৈরির উদ্যোগ নিয়েছিলেন। দেশে তালেবান শাসনের পতনের পর, তিনি তার আত্মপ্রকাশের চলচ্চিত্র থ্রি ডটস বানিয়েছেন।[2][3] এই চলচ্চিত্রে তিনি নয়টির মধ্যে ছয়টি পুরস্কার পান যাতে সেরা পরিচালক এবং সেরা চলচ্চিত্র অন্তর্ভুক্ত ছিল।[4] ২০০৩ সালে, তিনি এবং তার বোন আলকা সাদাত রোয়া ফিল্ম হাউস প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে ৩০ টিরও বেশি তথ্যচিত্র এবং চলচিত্র তৈরি করেন।[3][5] তিনি এখন টেলিভিশন ধারাবাহিক বাহাস্ট খামোশ শিরোনামের কাজের সাথে জড়িত।[6]

রোয়া সাদাত
জন্ম১৯৮১ (বয়স ৩৭৩৮)[1]
হেরাত, আফগানিস্তান
পেশাচলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক।
পরিচিতির কারণচলচিত্র থ্রি ডটস এবং ওসামা, টিভি শো সিক্রেটস অব দিস হাউস এবং রোয়া ফিল্ম হাউস প্রতিষ্ঠান

জীবনী

তথ্যসূত্র

  1. "Meet the 2018 International #WomenofCourage"United States Department of State। মার্চ ২১, ২০১৮। মার্চ ২২, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৫, ২০১৮
  2. Graham 2010, পৃ. 142।
  3. Nagarajan, Saraswathy (১৭ ডিসেম্বর ২০১৪)। "Voice of the silenced"The Hindu। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৬
  4. Nawa, Fariba (২০০৭)। "New Voices New Afghanistan"। Aramco World। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৬
  5. "Roya Sadat: 'She even changed her name to Sohrab, a boy's name'"Huffington Post। ৪ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৬
  6. "International Jury"Roya Sadat। International Film Festival of Kerala 2015। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.