ফ্লোর দে মারিয়া ভেগা সাপাতা
ফ্লোর দে মারিয়া ভেগা সাপাতা হলেন একজন পেরুভীয় আইনজীবী, যিনি দেশটির খনিতে অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন ও বন উজাড়ের বিরুদ্ধে কাজ করে চলেছেন। ২০১৯ সালে মার্কিন পররাষ্ট্র দফতর তাকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করে।
ফ্লোর দে মারিয়া ভেগা সাপাতা | |
---|---|
![]() ২০১৯ সালে ফ্লোর দে মারিয়া ভেগা সাপাতা | |
জাতীয়তা | পেরুভীয় |
পেশা | আইনজীবী |
পরিচিতির কারণ | খনি থেকে অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন বিরোধী ও বন উজাড় বিরোধী কর্মকাণ্ড |
জীবনী
ফ্লোর দে মারিয়া ভেগা সাপাতা আইন নিয়ে পড়াশোনা করেছেন। ১৯৮৪ সালে পেরুর রাজধানী লিমার ইউনিভার্সিদাদ ন্যাসিওনাল ফেডেরিকো ভিয়ারিয়াল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[1] তিনি পেরুতে পরিবেশবাদী কর্মকাণ্ডের জন্য পরিচিত। তিনি ও তার সমমনা ব্যক্তিরা একসাথে কাজ করে থাকেন এবং তারা দেশটির খনিগুলোতে অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলনকারী এবং বন উজাড়কারী ব্যক্তি/সংগঠনের বিরুদ্ধে মামলা লড়ে থাকেন।[2] দেশটির বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন দেশটির খনিগুলো থেকে অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন ও বন উজাড় করে থাকে। ফ্লোর ডি মারিয়া ভেগা জাপাতা ও তার সমমনা ব্যক্তিরা ২০১৬ সালে খনি থেকে অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন ও বন উজাড় সম্পর্কিত ৫০০ মামলা দায়ের করেছেন।
সম্মাননা
২০১৯ সালে ফ্লোর দে মারিয়া ভেগা সাপাতা মার্কিন পররাষ্ট্র দফতর কর্তৃক প্রদত্ত আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারে ভূষিত হন।[2]
তথ্যসূত্র
- "Reconocen en Estados Unidos a fiscal peruana como "Mujer de Coraje" [VIDEO]"। larepublica.pe (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১১।
- "Biographies of the Finalists for the 2019 International Women of Courage Awards"। www.state.gov। ২০১৯-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১১।