মেষ (তারকামণ্ডল)

মেষ রাশিচক্রের একটি তারকামণ্ডল। ইংরেজী নাম এরিস (Aries)। প্রতীক ।এর অবস্থান উত্তর গোলার্ধের আকাশে। এর পশ্চিমে মীন ও পূর্বে বৃষ তারকামণ্ডল অবস্থিত। ২য় শতাব্দীর জ্যোতির্বিদ টলেমীর ৪৮ তারামণ্ডলে এবং আধুনিক ৮৮ তারামণ্ডলে এর উল্লেখ রয়েছে।

মেষ তারকামণ্ডল
তারামণ্ডল
মেষ তারকামণ্ডলের তারাসমূহের তালিকা
সংক্ষিপ্ত রূপঅ্যারি
জেনিটিভএরিয়েন্টিস
বিষুবাংশ৩ ঘণ্টা
বিষুবলম্ব+২০°
আয়তন৪৪১ বর্গডিগ্রি (৩৯তম)
প্রধান তারা৩, ১০
বায়ার/ফ্ল্যামস্টিড
তারাসমূহ
৬৫
বহির্গ্রহবিশিষ্ট তারা
৩.০০m-এর অধিক
তারা উজ্জ্বল
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা
উজ্জ্বলতম তারাআলফা অ্যারিয়েটিস (Hamal) (২.০m)
নিকটতম তারাTeegarden's Star
( ly,  pc)
মেসিয়ার বস্তু
উল্কাবৃষ্টিমে অ্যারিয়েটিস
অটাম অ্যারিয়েটিস
ডেল্টা অ্যারিয়েটিস
এপসাইলন অ্যারিয়েটিস
ডেটাইম-অ্যারিয়েটিস
অ্যারিস-ট্রায়াঙ্গুলিড্‌স
সীমান্তবর্তী তারামণ্ডলপরশু মণ্ডল
ত্রিকোণ মণ্ডল
মীন রাশি
তিমি মণ্ডল
বৃষ রাশি
+৯০° ও −৬০° অক্ষাংশের মাঝে দৃশ্যমান।
ডিসেম্বর মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়।

ইতিহাস

মেষ তারামণ্ডল কার্ড, লণ্ডন, ১৮২৫

মেষ এখন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দ্বারা স্বীকৃত একটি তারামণ্ডল। খৃষ্টপূর্ব ১১শ শতাব্দীতে MUL.APIN নামে পরিচিত কাদামাটির তৈরী একটি কৃষি ক্যালেন্ডারে MULLÚ.ḪUN.GÁ (কৃষি কর্মী) নামে এবং ব্যাবিলনীয় রাশিচক্রে একটি নির্দিষ্ট প্যাটার্ন হিসেবে মেষ অন্তর্ভুক্ত ছিল।[1] প্রাচীন মিশরীয় জ্যোতির্বিদ্যায় মেষ রাশির প্রতীক হিসেবে ভেড়ার মাথাওয়ালা উর্বরতা ও সৃজনশীলতায় সহায়ক দেবতা আমোন-রা এর উল্লেখ আছে। একে "নবজন্ম সূর্যের নির্দেশক" বলা হয়।[2]

ফার্সি জ্যোতির্বিজ্ঞানীরা আমোন-রা' বা মেষ'কে মস্তিষ্কের দেবতা মনে করতেন।[3] গ্রিক পুরাণে মেষকে গোল্ডেন রাম হিসেবে দেখানো হয়েছে। হার্মিসের আদেশে রাজা Athamas এবং তার প্রথম স্ত্রী Nephele এর পুত্র Phrixos এবং কন্যা Helle মেষ'কে হেলেনীয় জ্যোতিষশাস্ত্রে অন্তর্ভুক্ত করেন।[4] জ্যোতিষ শাস্ত্রের আলোকে মেষ রাশি সম্বন্ধে জানতে হলে দেখুন: মেষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)

তথ্যসূত্র

  1. Pasachoff 2000, pp. 128–189.
  2. Staal 1988, pp. 36–41.
  3. Olcott 2004, p. 56.
  4. Moore & Tirion 1997, pp. 128–129.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.