কন্যা (তারকামণ্ডল)

জ্যোতিষ শাস্ত্রের আলোকে কন্যা রাশি সম্বন্ধে জানতে হলে দেখুন: কন্যা রাশি (জ্যোতিষ শাস্ত্র)

কন্যা তারকামণ্ডল
তারামণ্ডল
কন্যা তারকামণ্ডলের তারাসমূহের তালিকা
সংক্ষিপ্ত রূপVir
জেনিটিভভার্জিনিস
বিষুবাংশ১৩ ঘণ্টা
বিষুবলম্ব০°
আয়তন১২৯৪ বর্গডিগ্রি (২য়)
প্রধান তারা৯, ১৫
বায়ার/ফ্ল্যামস্টিড
তারাসমূহ
৯৫
বহির্গ্রহবিশিষ্ট তারা
৩.০০m-এর অধিক
তারা উজ্জ্বল
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা
উজ্জ্বলতম তারাSpica (α Vir) (১.০m)
নিকটতম তারাRoss 128
( ly,  pc)
মেসিয়ার বস্তু১১
উল্কাবৃষ্টিভার্জিনিড্‌স
মিউ ভার্জিনিড্‌স
সীমান্তবর্তী তারামণ্ডলভূতেশ মণ্ডল
কোমা বারেনিসিস মণ্ডল
সিংহ রাশি
কাংস্য মণ্ডল
করতল মণ্ডল
হ্রদসর্প মণ্ডল
তুলা রাশি
সর্প মণ্ডল
+৮০° ও −৮০° অক্ষাংশের মাঝে দৃশ্যমান।
মে মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়।

কন্যা জ্যোতিবিজ্ঞানের একটি তারকামণ্ডল। এর প্রতীক হল ♍ । এটি পশ্চিমে সিংহ এবং পূর্বে তূলা তারকামণ্ডলের মাঝে অবস্থান করে থাকে। এটি মহাকাশে দ্বিতীয় বৃহত্তম তারকামন্ডল। [1]

গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

গুরুত্বপূর্ণ গভীর আকাশের বস্তুসমূহ

ইতিহাস

পুরাণ

সচিত্র বর্ণনা

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.